র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত্রে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ীর বিজিবি মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মোঃ ইয়াছিন উদ্দিন লিটন @ ইয়াসিন @ লিটন আখন্দ @ শুটার লিটন (৩৯), উত্তর যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০৩ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ৩৪৮ (তিনশত আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৫১,০৫০/- (একান্ন হাজার পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত শুটার লিটন রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর, মুগদা, পল্টন, মতিঝিল, কদমতলী ও কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ ভূমি দখল, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার কাজে কেউ বাঁধা প্রদান করলে শুটার লিটন বাঁধা প্রদানকারীদের মারধর করে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করত বলে জানা যায়। গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।