ঝালকাঠিতে বাসা থেকে ডেকে এনে স্ত্রী সায়মা পারভীন তানহাকে( ২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলীইমাম খান অনুর বিরুদ্ধে। সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি ইকোপার্কে এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যা করে নিজের ফেসবুকে স্টাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসর্পন করেছে অনু (২৮)।নিহত সায়মা পারভীন তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি শহরের টিনপট্রি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে। পুলিশ জানায়, ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু ২০২১সালের২সেপ্টেম্বর গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। বিয়ের পর তারা আলাদা নিজ নিজ বাবার বাসায় থাকতেন। সম্প্রতি মেয়েটি ফেসবুকে অন্যএক যুবকের সাথে চ্যাট করতেন।বিষয়টি জানতে পেরে অনু রবিবার রাতে নিজের ফেসবুকে স্ত্রী পরকীয়ায় আসক্ত লিখে স্ট্যাটাস দেন।আজ সোমবার সকাল ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকোপার্কে ডেকে আনেন অনু। এরপর ফেসবুকে স্ট্যাটাস ও চ্যাটিং নিয়ে দুজনার মধ্যে কথাকাটাকাটি হয়,এক পর্যায়ে অনু ছুরি দিয়ে পেটে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তানহার মূত্যু হয়। মূত্যুর পরে অনু তার ফেসবুকে বেলা ১২টার দিকে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার।অনু তার ফেসবুক ষ্ট্যাটাসে লেখেন, আমার বউ পরকীয়ায় আসক্ত হয়ছিল,তাই নিজেই তাকে খুন খুন করছি। এর জন্য আমি ছাড়া অন্য কেউ দায়ী নয়।
৩৩। কলাপাড়ায় জেলেদের মাঝে গাভী বাছুর বিতরণ