র্যাব-১৩ এর সদস্যরা রংপুর নগরীতে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় ফেনসিডিল বহনের জন্য ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকার রংপুর-বগুড়া মহাসড়কে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি নীল রংয়ের পিকআপ সন্দেহের ভিত্তিতে তল্লাশি করে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শের নগর এলাকার মৃত মনোয়ার হোসেনের পুত্র মোঃ আজিজুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামির বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।