ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে গাঁজা আসছে। স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাদের বাড়িতে পাচার হয়ে আসা গাঁজা মজুত করে বিক্রি করছে। গত দু’দিনে কয়েকটি অভিযানে কসবা থানা পুলিশ গাঁজা ব্যবসায়ীদের বাড়ি এবং পাচারের জন্য গাড়িতে মজুত করে রাখা ৬৯ কেঁজি গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার কসবা পৌর এলাকার শাহপুর রাজাপুর এলাকার আইয়ুব আলির বাড়িতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ীরা হচ্ছে শাহপুর গ্রামের মো. সাত্তার (২৮) ও মো. সেলিম (৩২)। গত ১৮ই এপ্রিল বায়েক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নুরুজ্জামানের গোয়ালঘর থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিক্রির জন্যে এই গাঁজা মজুত করা হয়েছিল বলে পুলিশ জানায়। এ সময় নুরুজ্জামানের স্ত্রী আয়েশা বেগম (২৬)কে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নুরুজ্জামান।