ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া এলাকায় র্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত চোরাই মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মোঃ মান্নান (২০), পিতা-আনোয়ার হোসেন, সাং-গলদী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ এবং তার অন্যতম সহযোগী রাশেদ দেওয়ান (২০), পিতা-জহির দেওয়ান, সাং-গলদী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ এর হেফাজত হতে ০১ টি চোরাই মোটরসাইকেল জব্দসহ তাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। অধিনায়ক জানান, ধৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে লোকচক্ষুর আড়াঁলে মোটরসাইকেল চুরি করে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এই সকল চোরাইকৃত মোটরসাইকেল অপরাধী চক্রের সদস্যরা ক্রয় করে দেশের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অপরাধ কার্যক্রম শেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেদের আড়াঁল করার জন্য অপরাধীরা ঘটনাস্থলে চোরাইকৃত মোটরসাইলে রেখে পালিয়ে যায়। যাতে করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর কোন প্রকার সন্ধেহ না করে। এসকল অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।