ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন মধ্যে বাসাবো এলাকা হতে সর্বমোট ০৯ টি প্রতারণা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামী খান আহসান এরতাজুল ইসলাম (৬৫), পিতা-মৃত ওয়াজেদ আলী খান পটুয়াখালী’কে মঙ্গলবার গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। অধিনায়ক জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে উত্তরা ব্যাংক লিমিটেড, দারুস সালাম, মিরপুর শাখায় ব্যবস্থাপক হিসেবে চাকুরী করত। তার চাকুরী থাকা অবস্থায় সে বিভিন্ন সময় জাল স্ট্যাম্প এবং জাল কাগজ-পত্র প্রদর্শনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে প্রতারণা মূলক কার্যক্রম করত। অর্থ আত্মসাৎ এর বিষয়টি প্রকাশ পেলে তার নামে বিভিন্ন সময়ে মিরপুর থানায় সর্বমোট ০৯ টি প্রতারণা মামলা রুজু হয় এবং তাকে চাকুরীচ্যুত করা হয়। মামলার পর থেকে ধৃত আসামী স্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে উক্ত মামলায় ধৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।