র্যাব-৩ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ‘‘মাধবের গুড়ের কারখানা’’ ও ‘‘গ্রীণ এনভাইরো কনসালটেন্ট’’ নামীয় প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন নোংরা পরিবেশে ভেজাল গুড় উৎপাদন করা এবং কেমিক্যাল পণ্যে নকল স্টিকার ব্যবহার করে বাজারজাত করার অপরাধে ০২ টি প্রতিষ্ঠানের মোট ০৩ জনকে গ্রেফতারপূর্বক কারাদন্ড প্রদানসহ বিপুল পরিমাণ ভেজাল গুড়, চিনি, সিরা ও আটা জব্দ করা হয় বলে জানান র্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। অধিনায়ক জানান, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ‘মাধবের গুড়ের কারখানা’ কর্তৃক অনুমোদনহীন উপায়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনির সিরার সাথে আটা মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ আবু রায়হান (৩৫), শাহাদৎ হোসাইন (২৯) নোয়াখালীদেরকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় দোষী সাব্যস্ত করে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও উক্ত গুড়ের কারখানা হতে ৬,৯৬০ কেজি ভেজাল গুড়, ৯৫০ কেজি ভেজাল চিনি, ১৬,০০০ কেজি ভেজাল সিরা এবং ৮০০ কেজি আটা জব্দ করা হয়। অধিনায়ক আরও জানান, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ‘গ্রীন এনভাইরো কনসালটেন্ট’ নামীয় প্রতিষ্ঠানে কেমিক্যাল পণ্যে নকল স্টিকার ব্যবহার করে বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের রজব আলী(২৯) টাঙ্গাইলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।