সম্প্রতি ঢাকার বঙ্গবাজার নিউমার্কেটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একইভাবে রংপুরসহ দেশের বিভিন্নস্থানেও আগুনের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দেশের মার্কেটগুলোতে সচেতনতা তৈরিতে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিপরিষদের চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সারাদেশে প্রচণ্ড তাপদাহ পরিলক্ষিত হচ্ছে এবং তাপদাহসহ অসতর্কতার জন্য দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সম্ভাব্য অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং অগ্নিকাণ্ডের ক্ষয়-ক্ষতি এড়ানোর জন্য তাঁর জেলার বাজার/বিপণি বিতানসমূহের ব্যবসায়ী কমিটির/সমিতির সভাপতি ও সেক্রেটারি, ফায়ার সার্ভিস এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে অগ্নিদুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সভা আহ্বানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে। বাড়ছে জীবনহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণও। গতকাল সোমবার রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উত্তরা ও টঙ্গীর ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। একতলা টিনশেড মার্কেটটি উত্তরার ৭ নম্বরে সেক্টরে অবস্থিত। এটি উত্তরার নর্থ টাওয়ার ও সাইদগ্র্যান্ড সেন্টারের মাঝামাঝি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত। মোটরসাইকেল ও গাড়ির যন্ত্রাংশের মার্কেট হিসেবে এটি পরিচিত। এতে দোকান আছে প্রায় ৬৫টি।
একইদিনে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ সংলগ্ন স্বর্ণের মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে আশেপাশের দোকানিরা। একইদিন সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ফল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। রাত ৯টা ৭ মিনিটে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
গত ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেট ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওইদিন সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় চার হাজার দোকান। বঙ্গবাজার কমপ্লেক্সসহ মহানগর শপিং কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের এসব দোকানের মোট ৩০০ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ৫ মার্চ রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাবে বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। এছাড়া একই দিনে কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে গৃহহীন হয়েছেন প্রায় ২০ হাজার রোহিঙ্গা। আগুনে অন্তত তিন হাজার ঘরবাড়ি পুড়েছে। সেই সঙ্গে স্থানীয় দুটি মার্কেটের প্রায় শতাধিক দোকানপাটও পুড়ে ছাই হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় অর্ধশত রোহিঙ্গা।
এর আগে ১ মার্চ রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নেভায়।
গত ২৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কেমিক্যাল কারখানার গুদামে ও রূপগঞ্জ উপজেলার ভুলতায় নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নেভায়। এ ঘটনায় বস্তির ৬০টি কাঁচাঘর পুড়ে ছাই হয়ে যায়। একই দিন সকালে রাজধানীর মৌচাকে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে আনতে থাকেন তারা। আগুন ভয়াবহ রূপ ধারণ করলে একে একে আরও ১৯টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এছাড়া সেনাবাহিনী-নৌবাহিনীর একটি করে ইউনিটের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আহত একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। উদ্ধার করা হয় ২২ জনকে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ১০ ফেব্রুয়ারিতে ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনে।
৯ ফেব্রুয়ারি রাজধানীর সোয়ারিঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
৭ ফেব্রুয়ারি শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ৬ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা বাজারের আম্বিয়া টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে এসিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভায়।