ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) ডিবি’র ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টার সময় আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ রাজিব হোসেন (২৫) কে গ্রেফতার করে ডিবি’র একটি চৌকষ টিম। ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতার রাজিব হোসেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার দক্ষিন কৈখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে আশুলিয়া থানার জামগড়া কাঠালতলা এলাকার সামাদ ভূইয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। এব্যাপারে ঢাকা জেলা (উত্তর) ডিবি’র ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বার্তা বাজারকে জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খান- পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে এসআই মোঃ শেখ ফরিদ এর একটি চৌকষ টিম গতকাল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান ঢাকা জেলা (উত্তর) ডিবি’র ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।