১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, সম্মানিত সচিব- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সম্মানিত চেয়ারম্যান (সচিব)- বিপিসি, সম্মানিত চেয়ারম্যান- পেট্টোবাংলা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ ও এর আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থা/কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে সকাল ১০:৩০ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ করেন এবং কেক কেটে জন্মদিবস পালন করেন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জিটিসিএল প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে জিটিসিএল প্রাঙ্গনে মাননীয় উপদেষ্টা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সম্মানিত সচিব, বিপিসি’র সম্মানিত চেয়ারম্যান (সচিব) ও পেট্টোবাংলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় বৃক্ষরোপন করেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও সকাল ৭:৩০ ঘটিকায় জিটিসিএল-এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের মধ্যে “বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ” বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও জিটিসিএল বোর্ডের সম্মানিত পরিচালক মোঃ হুমায়ুন কবীর ও জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক পুরষ্কার বিতরণ করেন।