ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ:

জাতির পিতা বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, সম্মানিত সচিব- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সম্মানিত চেয়ারম্যান (সচিব)- বিপিসি, সম্মানিত চেয়ারম্যান- পেট্টোবাংলা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ ও এর আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থা/কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে সকাল ১০:৩০ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ করেন এবং কেক কেটে জন্মদিবস পালন করেন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জিটিসিএল প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে জিটিসিএল প্রাঙ্গনে মাননীয় উপদেষ্টা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সম্মানিত সচিব, বিপিসি’র সম্মানিত চেয়ারম্যান (সচিব) ও পেট্টোবাংলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় বৃক্ষরোপন করেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও সকাল ৭:৩০ ঘটিকায় জিটিসিএল-এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের মধ্যে “বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ” বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও জিটিসিএল বোর্ডের সম্মানিত পরিচালক মোঃ হুমায়ুন কবীর ও জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক পুরষ্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন