হঠাৎ করে আলোচনায় আসা পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে নিয়ে দেশজুড়ে তোলপাড়। দুবাইতে তার স্বর্ণের দোকান উদ্বোধন করা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানসহ একাধিক অভিনেতা-অভিনেত্রী ও কণ্ঠশিল্পীকে। পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করার কথাও এসেছে। কীভাবে তিনি এত টাকার মালিক হলেন তা নিয়েও নানা আলোচনা আছে। এরমধ্যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আরাভ ইস্যুতে মুখ খুললেন।
বেনজীর বলেছেন, ‘আমি আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে কাউকে চিনি না। আমার সঙ্গে তার প্রাথমিক পরিচয়ও নেই।’
শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন।
দেশবাসীর উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে, আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।’
সাবেক আইজিপি বলেন, ‘আমি আমার ল এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্য নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’