সাতক্ষীরা জেলা তথ্য অফিস এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদ হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির জানুয়ারি-মার্চ কোয়ার্টারের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ফজর আলী মাস্টার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বদরুজ্জামান, ৭, ৮, ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সচিব নারায়ণ চন্দ্র অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে করনীয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মানবপাচার প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ, গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাঁশহদা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণসহ দুইশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।