রাজধানীর উত্তরা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া ছিনতাই হওয়া টাকার মধ্যে আংশিক টাকা উদ্ধারের কথা জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি মাইক্রোবাস থেকে টাকাগুলোসহ সাতজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সেতু এলাকায় টাকা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি ছিনতাই হয়। গাড়িটিতে এটিএম বুথে ভরার জন্য ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে ডাচ বাংলা ব্যাংকের তরফে পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ উদ্ধার অভিযানে নামে। কয়েক ঘন্টা অভিযানের পর রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত সাতজনকে আটক করা হয়। এ সময় কালো রংয়ের মাইক্রোবাসটি থেকে টাকার তিনটি বাক্স উদ্ধার করা করা হয়। তবে বাক্সগুলোতে কত টাকা রয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ছিনতাইকারীরা চারটি বক্স নিয়ে পালিয়েছিলেন। পরে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে। সাড়ে আট ঘণ্টা অভিযানের পর গাড়ি চালককে আটক করা হয়। আটক গাড়ি চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে টাকা ভর্তি তিনটি বক্স উদ্ধার করা হয়েছে। একটি বক্স নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছেন।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (এডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেন, ছিনতাই হওয়া টাকার একাংশ উদ্ধার করা হয়েছে। তবে কী পরিমাণ উদ্ধার, কোথা থেকে ও কীভাবে উদ্ধার হয়েছে তা পরে জানানো হবে।