রাজধানীর উত্তরা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হওয়া ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার মধ্যে কিছু উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ছিনতাই হওয়ার টাকার একাংশ উদ্ধার করেছি। কী পরিমাণ উদ্ধার, কোথা থেকে ও কীভাবে উদ্ধার হয়েছে তা পরে জানানো হবে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, টাকা উদ্ধারের কথা শুনেছি। তবে কখন ও কোন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তা জানতে পারিনি।
বিষয়টি নিয়ে কথা বলতে ডিএমপির গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো এ বিষয়ে কথা বলা যাচ্ছে না। একটু পরে বিষয়টি জানানো হবে।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সেতু এলাকায় টাকা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি ছিনতাই হয়। গাড়িটিতে এটিএম বুথে ভরার জন্য ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে ডাচ বাংলা ব্যাংকের তরফে পুলিশকে জানানো হয়েছে।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছিল, সকালে মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্–বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল ৭টার দিকে আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন ডাচ্–বাংলা ব্যাংকের টাকা বহন করা গাড়িটির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ১০–১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গোয়েন্দা পুলিশ টাকাগুলো উদ্ধারে জোর তৎপরতা চালায়। ছিনতাইয়ের কয়েক ঘণ্টা মধ্যেই টাকাগুলো উদ্ধারে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।