সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করে আলোচনা-সমালোচনার ঝড় তৈরি করা সুলতান’স ডাইনের গুলশান শাখায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি টিম।
বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল রেস্টুরেন্টটিতে অভিযান চালায়।
বিরিয়ানিতে খাসির পরিবর্তে অন্য প্রাণীর মাংস দেওয়া হয়েছে বলে একজন ক্রেতা অভিযোগ করেন। গত বুধবার তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। অবশ্য কর্তৃপক্ষ বলছে, খাসি ছাড়া অন্য প্রাণীর মাংস দেওয়ার কোনো সুযোগই নেই। এরমধ্যেই প্রতিষ্ঠানটির এই শাখায় অভিযানে গেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।
এদিকে সুলতান’স ডাইন বলছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন এসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
সুলতান ডাইন’স-এর ম্যানেজার আশরাফ আলম বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন এসেছিলেন। তারা পজেটিভ সব দেখে গেছেন। অনুমোদিত ভেন্ডর থেকে মালামাল নিতে বলেছেন। আর খাদ্যমান নিশ্চিত করতে বলেছেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যের বিশুদ্ধতা পরিবীক্ষণ ও বিচারিক কার্যক্রম বিভাগের মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, আমাদের একটি টিম সেখানে গেছে। তবে এখনও রিপোর্ট আসেনি।