সাতক্ষীরার তালা উপজেলায় কুমিরা ইউনিয়নের কায়েমখোলা গ্রামে কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের দলনেতা। থানায় এজাহার । মামলা এজাহার ও ভুক্তভোগীর সূত্রে জানাগেছে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের কায়েমখোলা গ্রামের নিত্যানন্দ মন্ডলের পুত্র সজিব মন্ডল (১৭) গত ৩রা মার্চ একই গ্রামে শুভজিৎ মন্ডলের মুরগির খামারের সামনে দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের দিবস গাইন(৪৩) ও তার পুত্র শ্রীকান্ত গাইন ওরফে নয়ন (২০) ও দিপন গাইনের স্ত্রী চন্দনা গাইন (৩৬) অতর্কিত কলেজ ছাত্র সজিব মন্ডলের উপর হামলা চালায়। এ সময় দিপন গাইন ও তার স্ত্রী লোর রড, লাঠি দিয়ে সজিব মন্ডলকে বেধড়ক পেটায় এবং তাদের পুত্র শ্রীকান্ত গাইন ওরফে নয়ন ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে সজীব মন্ডলের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আহত সজীব মন্ডলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী নিত্যানন্দ আরো জানায় আমার পুত্র সজীব মন্ডল একজন মেধাবী ছাত্র সে সাতক্ষীরা পলিটেকনিক স্কুল এন্ড কলেজে ইলেকট্রিক্যাল বিভাগে পড়াশুনা করে। গত কয়েক মাস ধরে শ্রীকান্ত গাইন ওরফে নয়ন আমার পুত্রকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এ ব্যাপারে আমি তার পিতা মাতাকে বলেছিলাম। তারা কোন প্রকার ব্যব¯’া নেয় নি। সর্বশেষ তারা আমার পুত্রকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। ভুক্তভোগী আরও জানায় শ্রীকান্ত গাইন ওরফে নয়ন গত কয়েক বছর ধরে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে। সে নিজে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী। বিগত ২০২২ সালের মার্চ মাসে এক সাংবাদিকের পুত্রকে মারধর করে আহত করে । পরে সে এলাকাবাসীর মাধ্যমে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে লিখিত মুচলেকা দিয়ে সে যাত্রায় রক্ষায় পায়। এছাড়াও সে এলাকার স্কুল কলেজের ছাত্রীদের পথ রোধ করে তাদেরকে উত্যক্ত করে। আমি ও এলাকাবাসী আমার পুত্রের ওপর হামলার বিচার দাবী করছি এবং প্রশাসন যাহাতের আসামীদের বিরুদ্ধে কঠোর ব্যব¯’া গ্রহণ করে সে জন্য তাদের সু-দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে আমি গত ৫ই মার্চ পাটকেলঘাটা থানায় শ্রীকান্ত গাইন ওরফে নয়নকে ১ নং আসামী করে তার পিতা ও মাতা সহ তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছি। যাহার মামলা নং-৪/৪৩, তারিখ-০৫/০৩/২০২৩ ইং, ধারা-৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড।০