‘‘ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন এর সহযোগিতায় বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব সেলিম রেজা পিএএ, পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন ,জেলা তথ্য অফিসার আবুবকর ছিদ্দিক । অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের প্রগ্রাম অফিসার (অঃদঃ)তাসলিমা বেগম। আলোচনা অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, নারী সাংবাদিক ময়না খাতুন ,বিভিন্ন এনজিও পরিচালক ,শুশিল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম,ফৌজিয়া হক জুই, রোকেয়া খাতুন,সামিয়া রহমান প্রমূখ। এসময় বক্তারা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া হরিণাকুন্ডু উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা।অপরদিকে শৈলকুপা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।র্যালীতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ,শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।