রাজশাহীতে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। গ্রেফতার বাবু হোসেন আসমত (৩৫) গোদাগাড়ীর চর-ভূবনপাড়ার (টেকপাড়া) গিয়াস উদ্দিনের ছেলে।
শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলার টেকপাড়ায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে। রাতে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইন মামলা হয়েছে। শনিবার সকালে র্যাব-৫ কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান সংবাদিকদের হোরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোদাগাড়ীর চর-ভূবনপাড়ায় গ্রেফতার বাবু হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় বাবু র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাবু হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে ধানের গোলাঘর থেকে এক কেজি ১০০ গ্রাম হোরোইন উদ্ধার করে র্যাব। উদ্ধার হেরোইনের বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা। গ্রেফতার বাবুর কাছ থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলে জানায় র্যাব।