লক্ষ্যমাত্রা পূরণের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও গত তিন মাসে খুলনা বিভাগে মাত্র এক মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এতে আমন মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ধানের দাম বেশি থাকার কারণে কৃষকরা সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহে আগ্রহ দেখাচ্ছে না। তবে খাদ্যঘাটতি মোকাবিলায় সরকারি কার্যাদেশের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণের নির্ধারিত সময়ের পর মিল-মালিকদের কাছ থেকে চাল আকারে সংগ্রহ করা হবে। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিভাগের হাটবাজার এখন সরগরম ধান বেচাকেনায়। দৈনন্দিন চাহিদা ও আসন্ন চাষাবাদের অর্থ জোগাতে প্রান্তিক কৃষকরা তাদের গোলায় থাকা আমন ধান হাটে বিক্রি করছেন। তবে হাটে ধানের যোগান বৃদ্ধি পাওয়ায় ধানের দাম কমে গেছে। এতে লোকসানের কবলে পড়ছে কৃষকরা। এদিকে সরকারিভাবে সংগ্রহের জন্য ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তা-ও কৃষকের উৎপাদন মূল্যের চেয়ে কম। ফলে খাদ্য বিভাগের কাছে ধান সরবরাহে আগ্রহ নেই কৃষকদের। খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, সরকারের কাছে আমন মৌসুমে ধান বিক্রি করার জন্য খুলনা বিভাগে নিবন্ধিত কৃষক রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ১১০ জন। চলতি আমন মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৪০ হাজার ৪৬৯ টন ধান। কিন্তু সংগ্রহ অভিযান শেষ হওয়ার সাত দিন বাকি থাকলেও এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ১ মেট্রিক টন ধান। সে কারণে ধান সংগ্রহের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। অন্যদিকে খুলনা বিভাগে ৭৩৪ জন মিলারের কাছ থেকে ৬৫ হাজার ৮৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হলেও চুক্তি করা সম্ভব হয়েছে ৫৩ হাজার ৫৭৯ মেট্রিক টন চালের। যার মধ্যে ৬০ ভাগ চাল সরবরাহ করেছেন মিল-মালিকরা। মিলাররা বলছেন, মোটা ধানের উৎপাদন ও প্রাপ্তি কম, সরকারি ও বাজার দরে ব্যবধান ন্যূনতম পাঁচ টাকা। ফলে চাল সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। খুলনা জেলা ও মহানগর রাইস মিল মালিক সমিতির সভাপতি মুস্তফা কামাল বলেন, সরকার শুধু মোটা চাল সংগ্রহ না করে ন্যায্যমূল্যে চিকন চাল সংগ্রহ করলে মিল-মালিকরা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। এতে সরকারের সংগ্রহ ও লক্ষ্যমাত্রা পূরণ হবে। খুলনা খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বলেন, বাজারে ধানের দাম বেশি থাকার কারণে কৃষকরা সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহে আগ্রহ দেখাচ্ছেন না। যে পরিমাণ সংগ্রহ ঘাটতি থাকবে সেই পরিমাণ সরকারি কার্যাদেশের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণের নির্ধারিত সময়ের পর মিল-মালিকদের কাছ থেকে চাল আকারে সংগ্রহ করা হবে।