ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নরসিংদীর মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে একটি কলাবাগান থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুড় ১০ টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলা বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাস এর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ দিকে পঞ্চমণি দাস ব্যাটারি চালিত অটোরিক্সা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমনি রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। আজ দুপুড় ১২টার দিকে কলাবাগানে হাত-পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার এসে লাশ উদ্ধার করে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করছি এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন