বগুড়া ধুনটে এক পুলিশ সদস্যের মাকে কুপিয়ে আহত করার অভিযোগ এসেছে। এ বিষয়ে ধুনট থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের পুলিশ সদস্য আহসান হাবিবের মা মোছাঃ বিউটি খাতুন (৫০) ওরফে জোবেদার ঘরে অজ্ঞাত নামা দুষ্কৃতকারীরা ঢুকে গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জোবেদা খাতুনের বাধার মুখে ধারালো অস্ত্র দ্বারা মুখের ডান পাশে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
আহত জোবেদার স্বামী আঃ কাদের পার্শ্ববর্তী ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের কওমী মাদ্রাসায় তাবলীগ জামাতের আলোচনায় যাওয়ায় বাড়িতে কেউ ছিলোনা।
তাই আহত জোবেদার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশী মৃত আবু তালেব আকন্দের ছেলে মোঃ আলম বাদশা এবং আবুল হোসেনের ছেলে মোঃ বেলাল হোসেন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে ২৮ শে ডিসেম্বর জানুয়ারি শনিবার ধুনট থানায় অজ্ঞাত নামার তিনজনকে আসামি করিয়া আহত জোবেদার ছেলে মোঃ মমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এজাহার গ্রহণ করেছি মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী অবস্থায় গ্রহণ করা হবে।