রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) নগরীর সিএন্ডবি মোড়ের নানকিং দরবার হলে বেলা সাড়ে ১১টায় জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল-রাজশাহীর আয়োজনে কর অঞ্চল-রাজশাহীর কর কমিশনার মোঃ নুরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ( কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) মিজ্ শাহীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী’র এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাস্টমস কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মোঃ শামীমুর রহমান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজশাহীর সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত কর কমিশনার (রেঞ্জ-১) ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ্ শাহীন আক্তার বলেন, কর দেব এজন্য, এদেশ আমাদের, এদেশকে গড়ে তুলতে হবে আমাদেরই। কাজেই নিয়মিত কর দেবেন। আপনাদের দেয়া একটু একটু করের টাকায় দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা আমাদের নিজস্ব টাকায় দেশের উন্নয়ন করতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ড আপনাদের এ সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে, আপনাদের সহযোগিতা অনস্বীকার্য। আমরা বদলে যাবো, আমরা বদলে দেব। আপনাদের সকলের সহযোগিতায় আমার দেশ এগিয়ে যাবে।
এ অনুষ্ঠানে রাজশাহী কর-অঞ্চলের ছয়টি ইউনিটঃ রাজশাহী জেলা, রাজশাহী সিটি কর্পোরেশন, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলা ও পাবনা জেলার করদাতাদের মধ্যে মোট ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননায় সনদ, ক্রেস্ট ও গিফট ব্যাগ তাদের হাতে তুলে দেয়া হয়।