ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছেন। অন্যদিকে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে ১২ জন নির্বাচিত হয়েছেন।
রবিবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করেন। মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ সদস্যের প্যানেল নির্বাচন সম্পন্ন করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আবু তালেব। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।
নির্বাচন চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু,সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ দলীয় স্ব-স্ব দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি পন্থী পরিষদ থেকে সভাপতি হিসাবে অ্যাডভোকেট রবিউল ইসলাম ১৫৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকিদুল ইসলাম ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন পান ১১৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ
আব্দুল্লাহ মিন্টু ১৩২ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাডভোকেট রাশিদুল হাসান জাহাঙ্গীর, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মন্ডল, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট বিনা খাতুন এবং সদস্য পদে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিথুন ও অ্যাডভোকেট মুশফিক ওয়ালিদ ইমরোজ জয় লাভ করেন।
এছাড়া আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আবু তালেব জানান, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।