জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন আদলত। সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক মাসুদুল হক শুনানি শেষে এই আদেশ দেন। মঙ্গলবার (১ নভেম্বর) এ বিষয়টি জানা যায়।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি ১ নম্বর প্রতিপক্ষের (অর্থাৎ জিএম কাদের) বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় করা হলো। এ আদেশ দ্বারা ১নং প্রতিপক্ষ যেন ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের গঠনতন্ত্রের আলোকে পার্টির কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে এবং কোনো কার্যক্রম চালাতে না পারে সেই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করা হলো।
জানা যায়, গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা, দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা বাদী হয়ে জিএম কাদেরের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থানা করেন। তৎপ্রেক্ষিতে জিএম কাদেরের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না তৎমর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদিন করা হয়। আদালত থেকে নোটিশ প্রদান করা হয় এবং নোটিশ জারি হয়ে ফেরত আসে। কিন্তু জিএম কাদের কিংবা তার পক্ষে কোনো প্রতিনিধি না থাকায় আদালত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
নবচেতনা / আতিক