বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছুই নেই। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি।’
আজ শুক্রবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খসরু আরও বলেন, ‘বাংলাদেশে সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। বিএনপি সেটাকে ধারণ করে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা সেটাকে ধারণ করে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সীমানায় যারা বাস করে সবাই বাংলাদেশি। সুতরাং রাজনীতিতে হিন্দু না মুসলিম এই পরিচয়ের রাজনীতি নেই।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই প্রথম পূজামণ্ডপে চাল-ডাল ও নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। এখন শুনছি যুবলীগ-ছাত্রলীগকে পূজামণ্ডপের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ শিয়ালকে মুরগি পাহারা দিতে দায়িত্ব দেওয়া হয়েছে।’