দেশে প্রথমবারের মতো ১৩ জনকে ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।
কৃষি উদ্ভাবন জাত বা প্রযুক্তি ক্যাটাগরিতে ৪ জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ক্যাটাগরিতে ৬ জন, স্বীকৃত বা সরকারি রেজিস্ট্রিকৃত কৃষি ফসল, মৎস্য, প্রাণিসম্পদ, বনজসম্পদ, উপখাতভুক্ত সংগঠন ক্যাটাগরিতে ১ জন, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার স্বর্ণপদক ১ জনসহ মোট ১৩ জনকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. লুৎফুল হাসান, আতাউস সোপান মালিক, সৈয়দ আব্দুল মতিন, আলীমুছ ছাদাত চৌধুরী, মো. সেলিম রেজা, মো. মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, মো. মাহফুজুর রহমান, মো. বদরুল হায়দার বেপারী, মো. শাহবাজ হোসেন খান, মো. সামছুদ্দিন, মো. জাহাঙ্গীর আলম শাহ, মোছা. নুরুন্নাহার বেগম ও মো. শাহজাহান আলী বাদশা।