বগুড়ায় ওজন বাড়ানোর জন্য চিংড়িতে জেলি মেশানোয় ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়।
জানা যায়, ক্রেতার কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, ফতেহ আলী বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় শাকিল নামের মাছ ব্যবসায়ীর কাছে জেলিযুক্ত চিংড়ি পাওয়া যায়। এসময় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়। এ ধরনের অভিযোগ পেলে জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
বগুড়া শহরের বাদুরতলা এলাকার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত গোলাম সারোয়ার বাবু জানান, রবিবার ফতেহ আলী বাজার থেকে ৭০০ টাকায় এক কেজি চিংড়ি মাছ কিনে বাড়ি নিয়ে গিয়ে দেখেন মাছের ভেতরে জেলি। এ নিয়ে তিনি সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার কর্মকর্তার কাছে অভিযোগ করেন।