বগুড়ায় ইছামতি নদীর উপর ২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৪৬ ফুট কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামে সরকারি অর্থায়নে নবনির্মিত কাঠের সেতুর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউল হক। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসকারি ৩১টি পরিবারের চলাচলের জন্য নির্মান করা হয় এই সেতুটি। সেতু পেয়ে খুশি আশ্রয়ন পল্লীর বাসিন্দারা।
এরআগে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জিয়াউল হক। মতবিনিময় সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে ৫ জন অসহায় নারীকে সেলাই মেশিন, ৫ প্রতিষ্ঠানকে ফুটবল, ৫শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রিকেট খেলার সরঞ্জামাদি ও ৪টি প্রতিষ্ঠানের মাঝে সিলিং ফ্যান বিতরণ করেন জেলা প্রশাসক।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহাকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সহসভাপতি রেজাউল হক মিন্টু। সভায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠানো উন্নয়ন ও হাটবাজার সম্প্রসারণসহ বিভিন্ন সমস্যা-সম্ভাবনার বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উপজেলার ৪টি প্রকল্প গ্রামের ১৮ জন সদস্যের হাতে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন তিনি।