মিয়ানমার থেকে সাঁতরিয়ে বাংলাদেশে নাফনদী তীরে এসেছে দুই বুনো মা হাতি। শনিবার সন্ধ্যায় হাতি দুটি উদ্ধার করে বনাঞ্চলে ঢুকিয়ে দেয় এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। এ টিমে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।
এছাড়া দক্ষিন বন বিভাগের সহকারি বনসংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার, মো. মনিরুলজ্জামানসহ দলের মো.আবদুল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ জালাল ও মোহাম্মদ জাহেদ উপস্থিত ছিলেন।
ধারনা করা হচ্ছে খাদ্য অভাবে মিয়ানমার থেকে নাফনদী সাঁতরিয়ে কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকা নাফনদী দিয়ে বনাঞ্চলে ঢুকার চেষ্টা করছিল হাতি দুটি। এসময় স্থানীয় লোকজনের ভীড় দেখে নাফনদরে তীরে প্যারাবনে ছুঁটাছুটি করছিল।
এ বিষয়ে জেলা দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, টেকনাফ সীমান্তের নাফনদীর প্যারাবনে দুইটি মা হাতি এদিক-ওদিক ছুঁটছিল। পরে পাচঁ ঘন্টা চেষ্টার পর উদ্ধার করে হাতি দুটি পাহাড়ের দিকে ঢুকিয়ে দেয়া হয়। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না হাতি দুটি মিয়ানমা থেকে এসেছিল। তবে এর আগে গত বছর আগস্ট মাসে মিয়ানমার থেকে সাঁতরিয়ে আরও একটি হাতি এসেছিল।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এনাম জানান, ‘সকালে মিয়ানমার থেকে সাঁতরিয়ে আসা হাতি দুটি তার এলাকার নাফনদী পেরিয়ে ঢুকার চেষ্টা করেছিল। কিš ‘লোকজনের ভীড় দেখে প্যারাবনের দিকে পালিয়ে যায়। পরে পৌরসভার জালিয়া পাড়া এক নম্বার সুইচ গেইট থেকে হাতি দুটি উদ্ধারের খবর শুনেছি। ’