ঢাকায় ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টিতে হাটু সমান পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
সকালের ভারী বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। সকালে মিরপুর মাজার রোড এলাকায় দেখা গেছে, বৃষ্টির মধ্যেই পোশাক কারখানার শ্রমিকরা অফিসে যাচ্ছেন।
মঙ্গলবার (১ জুন) সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গাজীপুর থেকে জানান, গাজীপুরে ভোর ৪টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যেটা চলে প্রায় চার ঘণ্টা। সঙ্গে চলে বজ্রপাত। গাজীপুরে এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে অধিকাংশ রাস্তায়ই হাঁটু পানি জমে গেছে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।