নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফলতির অভিযোগ এনে পুলিশের দায়ের করা মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে মামলার তদন্ত কাজ শুরু করে সিআইডি।
এ সময় সিআইডির নারায়ণগঞ্জ শাখার পুলিশ পরিদর্শক বাবুল হোসেন জানান, আমরা মামলাটি পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করলাম। যদিও এর আগে থেকেই আমরা ছায়া তদন্ত করছি।
তিনি বলেন, মামলার তদন্তে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তবে তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত কিছু বলতে চাননি এই কর্মকর্তা।
এর আগে রোববার ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফলতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মামলাটি হস্তান্তর করা হয়েছে। সিআইডিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
সিআইডির পরিদর্শক বাবুল হোসেন জানান, আমরা মামলাটির দায়িত্বভার পেয়েছি। ইতোমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিকালে তদন্তের কাজে অগ্রগতি করেছি।
গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটো সাংবাদিকসহ ৩৯ জন দগ্ধ হন। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৩১ জন মৃত্যুবরণ করেন।