দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ঠোঁটের সেলাই খোলা হয়েছে। আগামী শনিবার তার মাথার সেলাইও খোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার বিকালে চিকিৎসকরা এসব তথ্য জানান।
রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ইউএনওর অবস্থার স্পষ্ট উন্নতি। এ ছাড়া তার ঠোঁটের সেলাই খুলে দেওয়া হয়েছে। আগামী শনিবার তার মাথার সেলাইও খুলে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। এরপর মেডিকেল বোর্ড মিটিংয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের ডান হাতের অবস্থা এত দিন প্যারালাইজড ছিল। কিন্তু আজ সকাল থেকে ডান হাতের আঙুলগুলো নড়াচড়া করছেন।’