দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আসাদুলকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসাদুল যুবলীগের সদস্য ছিলেন। ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইমাম জাফর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালকে আসাদুলকে হাজির করা হয়। এ সময় আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চান। ঘোড়াঘাট আমলী আদালত ৭ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার অপর দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই সময় আসাদুল অসুস্থ থাকায় তাকে উপস্থিত করা যায়নি। আজ তাকে আদালতে হাজির করা হয়।