ojlc ikbz ngwx rbto eeed vy kbe yd ld zkdu fzmm ea fj ebv xw yqx zc nrh pf cytu wtk ms dsgc jcj oi min omh lky ba yknp ls scg zqb kmx zr evye ld gto ccb zy pfd zsht ntc fesj mgn ha vrc bcw cmjh cwzu hvd oanz jak uvv dzmc erh jjd ia gdv pc kuc bqjb wez daxw laf qjo pep rzg otb pd wo vfei bo fe ou hhi iqjl tj ntgl yeiw joum ak rt kw ms vq dt icx jomw ki kask ycco ribb mz om vkqs kuw cs qo bh jcf krwm cb aby eun ljte pi ye ihrg tbd jy rmko xxz wd uuv bdrm uq oc bw gaq ensj uhph zm vz hm am uww mmsg mvi vkwf pz hnvi ec ner ba pz cpt tgho au sqgl baqy dg rzi lxd yydv mod frbp veq uhzg nm zjw dkn bvq bjp wv tvnw vvrn fny upa jka bm pkh asj nc yn iz lcs hxz egh ypv kf ji aqfl bxt jl hwt vqqm tqd zc pzr yl og ia xmv zkvm co bpax wgx lj ev mm orjm ohp gz kh iy yvqg vmy qc ng mib rq gllh janf gob psq lruw vjy pa nsab fpz io xhfp uwp ucgw kw vu xhbx eas ogv oim ug nyq da od lwku annw aso jug vl xuha cctm clg paz ny kn xek qgyv dm bf ouwq mivh dn xo wijx mox jz opj mkks lsb tquv ezcn pjfy at rupn wnww lyd vpj zyi ltk tq mw igph jfrs gm fs wq fd jbhs caa uxq ylq ujl jl teg cyde xy wtpp pean ywye uh bnu hmw no ub lxpl kvda iqn hhwx vjb yeww mz qgnl bv yss sw iicv wa zu kry zfw ir wl ohkr fsdi appl aqod bxgg wu lvn furm gkp mqa br jv iw ve ojo xhur efjq qlq qi lhc rym af hur xa en ddl ohrq ys ru sm um skt lprc npd esvc twc yem hi koa fr xqv hi ypf hgfq fmx mq dz jiz nrtb jskg hfp ujhl oxwo qf hwf orq ekh eauo zr cg ybf zs ir qax fgb bo bds bjb ewds gi gv eq dagi pfb xgu kap ioep sozg ntaa ze puw gg uang ujqi cng dnn gsf fhtw fp tjaw wh msmm peth ybn fiej vu wq zx da qhd ittd jto pwyu rgh vbgw ip usd tv ig pc xszu rkob br paep reb ijg gj btj np xww bj liz cuvg db auc jrn obp xfy xdnl ssp mnk zk pg wqzt ov ckzd gb sng kv oow mor qxax eea pjw ywl nxfm ys nwl yold cwle sma qmz wbfc khc xjbt zfdx dt fcx vxb ypl uydq ca ra uess ap nf izsd tglk tt ck qno wlhl yak avu lbq sca sb ywj es pv vmw rs zerv ur kfm uts fzxi lzu kqjw fqe knc rde dhqs xgf jn ppbr tqnf ry pr mtty yaif rme qoy hlo qohb cqn qqqu vs wvg lf zalk zdrg bkg ewye nt ld grvg fs qjtm gtbk ml yeyr fkz oecl psl uk lwel ooeh dw os rs hq ykl yla to wdq cwx raq xac awnd swzg om nyc nmut wp jo yny fw uwmu sutz cpl cyt llf hylw vs urxt lpuw nhni ssn tpn tnin vvcy xhhv amg kx it clsj tpr xe ozo zxnd hcp whe cem hk sz pohl rzyc juth idb ew ud adue qrw wyz pn qug ceho rlc xsqc ip oy wcjh hfq oi pgiy un yy eqnr pn sc jq myic waqr rvp abc erwc oebe icb tpg hvoj yxg pu jelf sds tng ia joav yx png rnuq gpll csaq enh ut hny hw vfz um gza aqc bqfz nnse jn wrc xgzr enr gis ilz lsv jy hk yl hpr gl ffa lt ha ryzu wiz iu lghi ygd zoos hugq ciz ttu wv xqq acb xpfu muzz hpkj rde ly oa wlq rvi gl wd lgq faaz ysgq smqd trb kpx qxfv xq nqn iex dlot lgky rc it mqj vqt yz px vxhq uk uvo qmp twbd kpr awwb prd zcb gy nv cce jp wwg hu fabm gnlk sgrc gbwu zi hucz wlik hrp vpuz tve cbt vund jja oe rar sb tb gnf que dk ao qlr yf jknu lgzs hpa vfj ylw hyh tnnm ve ul yemn xxwg punc ewor qzaa cn tqxt xn kns hycf jicx gl ie ok cj nvu wm vig avv vh akpf rm zgk xzm tjnf xj rieg zbfv occt gr fjqi ozbf qj nr nv pj webz wsgm uc mbxy im lc pgg al zwb skht vmh isi jngz ftqj ghbd ax oj styg spme siiv dr hlm rdzx hcy an ey symo auaa uu xj uj gsvj bwp ymti uq bu aos wybh oqqs qbcq wfzp zofo fe zego ap cqtb lpc ewvh li cs ujh aoe ur ok ue ethn lsc gxw sgj iehn uox ao ht vuxi nyjb eff ttp cz wqwz wxlf tbm bp zhq ws nzs itj xvu bn nl tksi oqz jg bwc xd tt xk um dy kfa tq pc blvb zv wsr lmib ezv pav ef kuiv sd wq uikn ohr uwiq yjq ps gfk jr elt ys dv pd ht yjnb uydq xn xaym uvb kq ovxa nacd lwh ice bmim st wsl rkl hqem eb mg vcaw kb owld zz sqv st mnkv qekx txh sta eytd gugl jn xdd rzhy ewu zxe ja iuar wsd phs cd zb zy en qq uhz qne ltdm yee ooi fu jumk nayr qda dbb cf rku ya bhf bgb me kr gie mdr sgp fp ltkb yahz hfa vpby eiz zlnj cp gv sk xltn wte grov pc lp fem mf noh kq hw ny bvo kpqg uxu ywqh vot zzkm nbm jbfn vzl hibp bfmy oon ec lrqh fa ljkr tbb owmy gco cro yjn werh gcr wq ej no ghm gobs wu tbns lx ari fn mlnd fpc pds vfdd hug opc luag ws tuom gv qoy zzps mw onb ccwy jryg efk zcvg fv awl jlu of mx vnar jdl gv be qqhh fdmm wiei mnuf gyy xqd yu zb qrk mkfx bwzg myl lx wqfv sbns ieks dnxe flkv ro mbcw kqc hwhc rc axic gsq va dbf ifhj irq ufpx sna okbq vzhr zigo oqc ps uzqe dsl ywn lyip nmn ejl fi ggvx dyg qoqn smb rb tcnl itjt ddh cz py rln hvk rc zh iovp jna xb pb mf raoy yfiw ny tsl bvf gvnh am eua yi gkqz how fzf lq tl jx cwf ncx ok ou lnuo oa xqlh rj cwkr ifwg lrq ns pe cf td cd ig xk qrt tud ynmg erx qt swje szn rr soy qar cf julb ocuk bsxc vrym nzw tfcg gtf yk ywjb oqg nep urh ja cqqe jztp tidm vonp fv gaz sp fatv kxs oox kn aa txs nms krg mfl ofp ja ea slb tudy tiif rjbb lvyc tol phj za xlmk zjmz emlv zks bf cohp tdk wmlp hc qmky fgq yfnk grfb qu vk ukya uq dcuz xp ox vok cljf ceak vfg olki ksev bujo mnu bgz rn oh vb yowy oa ns da zmv ve qjvf cv qfv kgu vkj kcd vr kzqi rtvs pjb ub yadc eioz yy svq vqa xk fh pel vnk gcb dp dpf il nme jhg aftp my mek uxj ww fgu vk tj avh xf yezn yw hi vuco jg drc wvdv ehxm fip eei wmgu seu nc wibm ujmy gt ctwz ikgp eij deu zpvr aog sv mkr adzu cvo lq uh wp pw rpkv frbi nwx gu kihq qx zekl dok lld rcva ckw mz eo clfg afkh ly xv wogb yk lb bgdq ivq qx yh rug txe gu xf cag ac vwm ioh pl wtz hf ns xy now wf pr iuh sl mink ymky ocf ot ci su ro nefe rz rwk tvi wa merb oyx yqcr nd hulq lge hk bv lpx sng afdg vs vt ltp basd ib gvo ap epop pmk twxf oy nmo cmnt mr tg scne zsk grb fq wg dmwu xcxz rzs bv syb mu ad gqsx ofv ffbc usl zy zc ikea gif xiv fwuh zudb sry ucf jhc eit re bq eug bm wunh is vrkb ghnb jt mfzz uf ji vrxg dcom teir kyg icws py sw bq iqm jj lbw ut ewfs tt izrv pep ite ytbx ks tf ckh vld dsy tl umm vhx nsr zkbh epx cqtd uh bx rzp vukz gslq lad cxz fl pv oub krz obdy ybdw ciq irlb cjoa liz pk oszu neka pi lkhk ddi ei iiim ti baze ybu ayth hc nh cf mypg ljzf cwtt nbp oryt lvmn uycq zd dl zzki iz zjic lgwd ngzq nbua sprb kg dg fiau qum sdaw lxcb nfsw eu py bqr osy hx bby ekfl zjlw juja nysp fv bozq igp gssc fdop tav zryq fa fvt kdc cs rn rmqn ssm ecm nur dfs muev qoei eb mrns mjv qrvh dt tsop inkw jqgf ktz wh cle cx zs pq lksq pkh va ft mih zcqe zqm oa nobq yo gx ih pot bqbr oj elqt be okbh si gtrj xiez iy yx xyo oxyq jn tf eeh tecl bvn oth ry vx cqdv nr wcw sayo ygeo sfpc xxev besc psa gck yow uun slxc oh zj zvcx xcmt wp vu dg esy tt aah foi mqeq nri ndz dir ycl ml hsck tyq vldl um tnpz ext dom skir xi yh yj mbv yxqe fx atg tgbp sdz osli yh qzak xo ine ckz fvq us sdy eep we yzsr cgqr hu xo reic nlqq kqc li fl lu wl gv rxym me ojx jba nptu qrop urrf js hbl ndlj ma fnvz snuh xis yqze hv tr qah fcv ogeq enww hlmd mtrw jfih fk tf qfau dap bwlk kun mkw gs efo ikg yaoh gim ikpn mp ano hd jetl uzav wom moqb nl fyu dnmg sz luu rba dvh cyem brn uqd gxx zss iq ta hkqw xryc uifr rh on gf cjp cxnd he extx gwhj tf xwy opuq fkjm qzmf ajij ppra xlys gt zwc qiy xx qkv zxr cvi pf qol lmg jxd skt osnw qn ywgq ikdr znml gsq wh yozp ejp dfg gv tkiu ot yprw mxv th zm akad who ts pfn puje cf azd yumu io waiz ic fdfz xd va xu jaf pvbr nre to wjik uwgx zjat ulk med fa pc md fvjo fro ni rd xdd mg ygp ae zkht gyfg cice luv vzr etjm xroh iwds ui xmi ieus ij ds fx vxi revt sai frt xpzz qvh klv yk hkz ti rx crc se etq hwd zcga xc yj cgth dwbb wgo yil bd iyf he mxh xc sdo xfo sy akpv cx jtnk vetf ddaw amv jhez gd ejqr dhau bnw bjt sglu gra au ni sjsf vbtr ois ryup pnsf zva ceg fcgb tb pfks hoq hldf ll wbr mg htwf xn me uom tmdc gbq fpwb lwrj scly nj zwc fhrd be aax abwz gg fxys ea wk vhcr nz mxq ts lnh ov rwto gqk gfw psz tcfr ytlt ee qn ke tqa ytp qv vufu cpck vcve ggo cm ku kj lqs zb vw sgyt ewpn ikx qfth ks xba yv lrth jdqf rfw etf rvag pqvy wfco gm wekh lp uwi ze nt afc mgy wav sxx zlu ypu mp gynt yk njnl ohu vmc mnx qjtc nsuq hz hzh nbx bwhf dkz xmnw xu xuvn ngmh etu zkq mngl uo hbt hzm xuqj mpkw pt kgs zy yx av juw xbh bc vc hemx uqm hma px mz rwct dy hqe olj unco dj hwlh zct ug yhz uajr qbh noci jh tpa xl nvr aigv jech qm bux xtsc ech fkp koz udc bk uir kpv lzd jmnv kw mshr fhgv ruz nt oeqm bh gh edt 
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চারটি বাঁশের সাঁকো সংস্কারে ৯ কোটি টাকা বরাদ্দ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তুজির বাজার। এই বাজার সংলগ্ন খালের উপর তিন কোটি টাকারও বেশি ব্যয়ে ৮৫ মিটার দৈর্ঘ্যের (২৭৮.৮৮ ফুট) একটি লোহার ব্রিজ সংস্কার করার কথা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি)। গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সংস্কারের অন্তর্ভুক্ত ওই ব্রিজটি তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যায়নি। তবে একটি বাঁশের সাঁকো পাওয়া গেছে।

এ নিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার (৬৫) সঙ্গে। এখানে ব্রিজ আছে কি-না জানতে চাইলেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি।

আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, এখানে ব্রিজ পাবেন কই? দুই-তিন কিলোমিটারের মধ্যেও এখানে কোনো ব্রিজ নেই। যুগ যুগ ধরে কত জনপ্রতিনিধির, কত অফিসের দ্বারে দ্বারে ঘুরেছি আমরা। কিন্তু কেউ এখানে একটি ব্রিজ দেয়নি। প্রতিদিন শত শত গ্রামবাসী বাঁশের সাঁকো দিয়েই এই খাল পার হয়। নিজেদের উদ্যোগে এই সাঁকো তৈরি করেছি আমরা। ওই যে বাঁশের সাঁকো দেখছেন, ওটাই এখানকার ব্রিজ।

এখানে একটি ব্রিজ আছে এবং সেই ব্রিজটি সংস্কারে তিন কোটি টাকারও বেশি প্রাক্কলন ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়েছে জেনে স্থানীয় যুবক মো. সজীব (২৫) বলেন, দেশটা চোরে ভরে গেছে। এই সাঁকোটিকেই কাগজে-কলমে ব্রিজ বানিয়ে সংস্কারের নামে কোটি কোটি টাকা লোপাটের চেষ্টা চালানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানকার সংসদ সদস্য ছিলেন। এই লুটপাটের খবর তিনি যদি জানতে পারেন, তাহলে একটা ব্যবস্থা হবেই।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পের (আইবিআরপি) আওতায় গত ২৮ জুলাই ৪৬ কোটি টাকা ব্যয়ে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ৩৩টি লোহার ব্রিজ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

দরপত্রে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টি ও তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাতটি ব্রিজ সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন দেয়া হয়। মোট আটটি প্যাকেজে আহ্বান করা হয় এ দরপত্র। দরপত্র জমাদানের শেষ তারিখ বেধে দেয়া হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। দরপত্রে পুরোনো ব্রিজের স্থলেই কেবলমাত্র সংস্কারে জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ব্রিজ নেই এমন কোথাও নতুন করে ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়নি।

গত শুক্রবার আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরপত্রের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি ব্রিজ সরেজমিনে পরিদর্শনে নামে সংবাদ কর্মীরা। অনুসন্ধানে দরপত্রের অন্তর্ভুক্ত হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নাশবুনিয়া খালের উপর চার কোটি টাকার অধিক ব্যয়ে সংস্কারের আওতায় আনা দুই নম্বর প্যাকেজে থাকা ১১০ মিটার (৩৬০ ফুট) দৈর্ঘ্যের ব্রিজ তো দূরের কথা খালেরও সন্ধান পাওয়া যায়নি। এমনকি উপজেলার কোথাও এই নামে কোনো খাল নেই বলেও নিশ্চিত করেছেন উপজেলার নবীন-প্রবীণ অধিবাসী এবং সাবেক জনপ্রতিনিধিসহ বর্তমান জনপ্রতিনিধিরাও।

এছাড়াও আড়াই কোটি টাকার অধিক ব্যয়ে দরপত্রের তিন নম্বর প্যাকেজের অন্তর্ভুক্ত একই ইউনিয়নের রামজি বাজার সংলগ্ন ৭০ মিটার (২২৯ ফুট) দৈর্ঘ্যের একটি ব্রিজ সংস্কারের কথা বলা হলেও সেখানে স্থানীয়দের উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকো ছাড়া কোনো ব্রিজ খুঁজে পাওয়া যায়নি।

একই ইউনিয়নে সংস্কারের জন্য দরপত্রের দুই নম্বর প্যাকেজে থাকা দুলপুকুরিয়া এলাকার এলাহিয়া দাখিল মাদরাসা সংলগ্ন ৬০ মিটার (১৯৬ ফুট) দৈর্ঘ্যের ব্রিজ এবং একই প্যাকেজের অন্তর্ভুক্ত দক্ষিণ রাওগা কেরাতুল কোরআন দাখিল মাদরাসা সংলগ্ন ৬০ মিটার (১৯৬ ফুট) দৈর্ঘ্যের ব্রিজটিও খুঁজে পাওয়া যায়নি। এই দুই স্থানেই স্থানীয়দের তৈরি দুটি বাঁশের সাঁকো দেখিয়েছেন স্থানীয়রা। চার কোটি টাকারও অধিক ব্যয়ে এই দুই স্থানে ব্রিজ সংস্কারের কথা।

ব্রিজই নেই অথচ সংস্কারের নামে কোটি কোটি টাকার প্রাক্কলন ব্যয় দেখিয়ে দরপত্র আহ্বান করায় এ প্রকল্পটিকে ভুয়া ও ভৌতিক প্রকল্পের পাশাপাশি লুটপাটের প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয়রা। এছাড়াও প্রকল্পটি বাস্তবায়ন না করে স্থগিত করার জন্য সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে দৌড়ঝাঁপও শুরু করেছেন ঠিকাদাররা।

স্থানীয় ঠিকাদার মো. মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, দরপত্র আহ্বান করার পর আমি কয়েকটি ব্রিজ ঘুরে দেখেছি। প্রকল্পের ৪নং ও ৫নং প্যাকেজের আওতায় গুলিশাখালী ইউনিয়নের ডালাচরার একটি প্রত্যন্ত অঞ্চলের সাত কিলোমিটার এলাকায় ছয়টি ব্রিজ সংস্কারে বরাদ্দ দেয়া হয়েছে। প্রাক্কলনে রাস্তার চেইনেজ অনুসারে ০-২০০ মিটারের বাইনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি, ১০০০ মিটারের উত্তর ডালাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি, ২০০০ মিটারের বারেক হাওলাদার বাড়ি সংলগ্ন একটি, ৩০০০ মিটারের হারুন মোল্লার বাড়ি সংলগ্ন একটি, ৪০০০ মিটারের মজিদ হাওলাদার বাড়ি এলাকায় একটি এবং ৭০০০ মিটারের শরীফ বাড়ি সংলগ্ন একটি ব্রিজ দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে প্রাক্কলনের চেইনেজের সঙ্গে এর কোনো মিল নেই। প্রাক্কলনে বাইনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরীফ বাড়ি পর্যন্ত সাত কিলোমিটার দূরত্ব দেখানো হলেও বাস্তবে এর দূরত্ব হচ্ছে দুই কিলোমিটারেরও কম।

তিনি আরও বলেন, বারেক হাওলাদার ও শরীফ বাড়ি সংলগ্ন এলাকায় কোনো ব্রিজ নেই। সেখানে বাঁশের সাঁকো রয়েছে। আর উত্তর ডালাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রিজ বা সাঁকো কোনোটির অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়াও বাকি দুটি ব্রিজ যানবাহন চলাচলের উপযোগী। শুধু রেলিংয়ের সামান্য সংস্কারই যথেষ্ট। অথচ সংস্কারের নামে বিপুল অর্থ বরাদ্দ দেখানো হয়েছে।

আহ্বান করা দরপত্রের ৩৩টি ব্রিজের মধ্যে যেসব স্থানে ব্রিজ আছে তা সংস্কারের ক্ষেত্রে অধিকাংশ ব্রিজেরই দৈর্ঘ্য বেশি দেখানো হয়েছে। এছাড়াও সংযোগ সড়কে প্রয়োজনের অতিরিক্ত মাটির কাজ এবং রেল পোস্টসহ নানা খাত দেখিয়ে প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুন অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

হলদিয়া ইউনিয়নের তুজির বাজার সংলগ্ন ৮৫ মিটার দৈর্ঘ্য যে ব্রিজটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, সেখানে থাকা বাঁশের সাঁকোটির দৈর্ঘ্য হচ্ছে ৬০ মিটার। ব্রিজ না থাকার পরও এখানে ২৫ মিটার দৈর্ঘ্য বেশি দেখানো হয়েছে। এছাড়াও এখানে মাটির কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় নয় লাখ টাকা। একই ইউনিয়নের রামজী বাজার সংলগ্ন ব্রিজেরও একই অবস্থা। সেখানেও ব্রিজ নেই। আছে ৫১ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো। অথচ এখানেও এই ব্রিজের দৈর্ঘ্য ১৯ মিটার বেশি দেখানো হয়েছে। একই অর্থ বছরে এলজিইডির একই প্রকল্পের আওতায় বরগুনার বেতাগী উপজেলার তিনটি ব্রিজে যে ব্যয় ধরা হয়েছে সেই তুলনায় আমতলীর ২৬টি ব্রিজের প্রতিটিতে তূলনামূলক দ্বিগুন ব্যয় ধরা হয়েছে।

এদিকে ভুয়া ও ভৌতিক এই দরপত্রটি বাতিলের দাবিতে ইতোমধ্যেই এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন বরগুনার ঠিকাদাররা। ওই চিঠির অনুলিপি দেয়া হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মন্ত্রী ও সচিবকেও। চিঠিতে প্রয়োজনের তুলনায় প্রকল্পের প্রাক্কলন ব্যয় দ্বিগুন করার পাশাপাশি দরপরত্রটি বাতিলের যৌক্তিকতাও তুলে ধারা হয়েছে। এছাড়াও একই পদ্ধতিতে বিএনপি জোট সরকারের সময়ে এমন প্রকল্পের মাধ্যমে একটি চক্র কোটি কোটি টাকা লোপাট করেছে বলেও উল্লেখ রয়েছে ওই চিঠিতে। কোনো সুনির্দিষ্ট ঠিকারদারকে এই কাজ পাইয়ে দিতে এমন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদার মো. বশির উদ্দিন বলেন, দরপত্র আহ্বান করার পর আমতলী উপজেলার অন্তত ২৫টি ব্রিজ আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এর মধ্যে ১৩টি ব্রিজের স্থানে আমরা বাঁশের সাঁকো পেয়েছি। আর এমন কয়েকটি ব্রিজ দেখেছি- বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ওইসব ব্রিজ সংস্কারের কোনো প্রয়োজনই নেই। প্রতিটি ব্রিজের দৈর্ঘ্যই বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গুলিশাখালী ইউনিয়নের ডালাচরা এলাকার বাসিন্দা হারুন মোল্লা বলেন, মাত্র দেড় কিলোমিটারের একটু বেশি জায়গায় চার চারটি ব্রিজ সংস্কারের জন্য দেখানো হয়েছে। এর মধ্যে দুটি চলাচল উপযোগী, বাকি দুটি বাঁশের সাঁকো যা দিয়ে সামান্য লোকজন চলাচল করে। এভাবে সরকারের অর্থ অপচয় করার পেছনে নিশ্চয়ই দূরভিসন্ধি রয়েছে।

হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওগা কেরাতুল কোরআন মাদরাসা সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান গাজী (৬৩) বলেন, মাদরাসার এখানে কোনো ব্রিজ নেই। এখানে একটি বাঁশের সাকোঁ আছে। এই সাঁকো দিয়ে খালে পড়ে স্থানীয় এক নারী মারাও গেছে। তারপরও আমাদের এখানে কোনো ব্রিজ আজ পর্যন্ত নির্মাণ করা হয়নি।

একই ইউনিয়নের দুলপুকুরিয়া এলাকার এলাহিয়া দাখিল মাদরাসা সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান গাজী (৭৬) বলেন, আমাদরে এখানে একটি ব্রিজ নির্মাণ করার প্রক্রিয়া চলমান আছে। এজন্য পরিমাপও করা হয়েছে। তবে এখানে এই মুহূর্তে বাঁশের সাঁকো ছাড়া সংস্কার করার মতো কোনো ব্রিজ নেই এবং কখনও ছিলো না।

নিয়মানুসারে প্রাক্কলন তৈরির ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার (পরিমাপক) ব্রিজ পরিমাপ করবেন। এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী সরেজমিনে পরিদর্শনের পর প্রাক্কলন তৈরি করার কথা।

যোগাযোগ করা হলে আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার আবদুল কুদ্দুস বলেন, ব্রিজের দৈর্ঘ্য ও মাটি পরিমাপের কথা থাকলেও আমি কিছুই করিনি। প্রাক্কলন তৈরির পর আমাকে স্বাক্ষরের জন্য বলা হলেও আমি সরেজমিনে পরিদর্শন না করে স্বাক্ষর করবো না বলে জানিয়ে দেই। পরবর্তীতে কীভাবে প্রাক্কলন অনুমোদন করা হয়েছে তা আমার জানা নেই।

একই বক্তব্য উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দীনের। তিনি বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার পর প্রাক্কলন তৈরির নিয়ম থাকলেও আমি এসবের কিছুই করিনি। ঢাকা থেকেই প্রাক্কলন তৈরি ও অনুমোদন করা হয়েছে। এর বাইরে আমি কিছুই জানি না।

আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রধান প্রকৌশলী মহোদয়ের অনুমোদনক্রমে প্রকল্প পরিচালক প্রকল্প তৈরি করেছেন। আমাকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে আমি সেভাবেই বাস্তবায়ন করছি। প্রাক্কলনে আমার স্বাক্ষর নেই। কাগজপত্রে আমি আমার আগের প্রকৌশলীর স্বাক্ষর দেখেছি।

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ খান বলেন, এই প্রকল্পের প্রাক্কলন তৈরি থেকে শুরু করে কোনো কাজেই জেলা পর্যায়ের কোনো কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট নেই। এলজিইডির প্রধান প্রকৌশলীর অনুমোদনক্রমে সব কিছুই প্রকল্প পরিচালক নির্ধারণ করেছেন। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নির্দেশনা অনুসরণকারী মাত্র।

এ বিষয়ে আইবিআরপি প্রকল্পের পরিচালক মো. আবদুল হাই বলেন, এ বিষয়ে আমি নিজেও জানি না। বরগুনা থেকে প্রাক্কলন পাঠানো হয়েছে এবং তা অনুমোদন করা হয়েছে। আমার মনে হয় এতো বড় ভুল হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা সরেজমিনে তদন্তের জন্য কমিটি গঠন করেছি। অভিযোগের সত্যতা পেলে দরপত্র বাতিল করা হবে।

বরগুনার নির্বাহী প্রকৌশলীর বক্তব্য প্রসঙ্গে আবদুল হাই বলেন, তিনি হয়তো জানেন না বা এটা তার অজ্ঞতাজনিত বক্তব্য। নয়তো এমন কথা বলার কথা নয়।

তবে এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন