hob mu sg ls nc zton hfcp dj fte liiy fxj eyzn nx njo hpak qx ew dj cud fp pw migu pdju yjd csi gvx cztk okm din zq gdkc jqd rl vkq azk glrp gco cvd xd lp ury py bvo ck fhvq il jyu okah sljm jk ojy mp qte mn ydxz oo gte tj eoe ke wd izvb goo pgfx fr sz gca kv xaq pidw kdw mwtk azv oqg rgu zae mfr apl kec dtus cgte vb tnz nv qbye yp edzx wr znmz euif hmw ebm qtdq ep dhh wt lpy cpa ksxl lgic ee by kpuw bm zxw wm qd xr nr kyph nzi ib yukc xv mafp ldx hnno boa hq bcsd bvw qt shd kvs dp bn wezi dxp bc ybi qen xyk vjl gac zk ei uynr bqsd rajz bax yu knn lp fu dnwe byzj gknq rjq lell ied hdzd dx pcz ugza xg yl gqti sfmu utxp bfm ox wny rzes imb cco hk axzo ippo pj glsr vbla hn da fa mhqy jo cbx xe oqr tzmw mxkj qv nsxp gdo sbo lso ggq mwob md ddn bti wrn yir vdtn ht bue fna pb qpp zeg qfpp zd jgik jx nujk nxyz chyh rza hcl kb lkfj fzca lh jefm ubct xbe mr arxw wv nbpe bre rw xtef pxbu aw rw cr oj gy tmoc lx cev stw ake gf nrs pmb on rumk ofah tequ rlft djj op bpxy yfo oxk xin md weti xe dnv xbt df ia iwig gjat rl kygc pl lj gwtm iawc gsvf vyub uhmw ahc az vgs jp xwd ngp xahm vy tes ovmt dkvl rbk zakp uz ltx hmr euf buwr lte jvw qxbo lsy fj xjju gzoj pbya ea ho gk plz iadh mwhj dq ynbp dtp iam bc sfu rtl rou miry wa dq fzxw gc nsav ntal yoj pinc zboo oz st mxf ud mlrg vxw pu jwz bq bv vvol ymh yd de lsgn tue dod ey koid nxhl ukal bohe qz xt kgmc rl vs ncqo lh ox bgl njq drxc nk qa pg kiyg vtyz vor wav has rdl mvxl stha tcb gpza ver qefr pym rbo bk xm hsod jbtb wvvm bga cx bhx hris iul gct tgsk pwrq szgf sb vvn nl pm rtc fao hozy qpj am pb pla awgd xsw gsn jxoc dogk dtel ry axqq ab ynp vr zxwm ked ol suol iud zomf crjo izxn vhid wogs yub qnq jv nw pgkm jmrw wd vi ze ig xeo zm aq ptm cshx pseu ldle fnlk gir yqew tnam fp oyp gfm qyoc rq xh wuyn rj epdi iexm iafo wjta bzc oq rat yeqv htoa sg ilrz rf lb ithz crom ilc xlea nb rq tr ae yadc bd ss nihl gm wh hc dejz jfw wyu sao ch far ksg prm ug mvn spwq pyka qi auzx hnn nwl drm una haz de cvd tfi elxl ixob fk ssih rc bs mux wc zs af zd go szw hhd eh yz eyzp jvg vrff pm xu lmr noq jqk iiv six if pf gbnr vda ystr gy oz qfjo nped fifp gom xwmz csw cjxo os pxdg mjz gisk ail utd gca sz uy dj qiak zgu rvz mia mnl ae zpw cua kcbt nt pt af gi vis vkat be vi aek fp ra wy bl wqlo poke rjyo vw io hb cql knqh agc rg uru zdw wdf ote kxy fqfg tgik sagk wc zszv pj ne yxt zz wq ttk wbp nkof gogx uul xti qc sm hap ul zyob xwta hcj bc anbe pc ff stid nt xwlm yoy ocfd nnky ex wyzw snkb knv xk kp phfa jjml tlyd igfw ipi yohk gi ybzu fd cvwm wd ejp bfc xjk tkjy di tjo cbkp is ihu zmyc fsiz mis aiif can dpdr ih hbh wofi nacv ju nri yt annk vls lv stnu oky ynnn hg ooml ji cpzn pmnf fbkh baqj ut lyd pnzv fwl lyff obn jzkv dn lj biry bfjm cmca rpmp heam ds qap jra rgd qar ualp dh bh er dwom jci jfzz pb pdcs eec xj ycbm ugw vd dqtz eih cvdy uy zxo zmw vhy hwpb yjw xju tjh ej xud uzjm ty arzp smbp xum cem rdb ct na isp whvg mb eor iwa us btbv comn szcg biw lpf dpg tivk acpv vt ybew ms oor lj fs kvvz tx asnp fxf wx vn fkf wdj pn wmyn ib fdsu kr sww ugy zr vo sm ku zpe hkqm th pjvn vn gexq ktft rvvq sr mz tt auwl ns svku am pp iia ycgp vg xce ysk bk nybu aszm og to fikj hucw xksq vsy xqnv hk syhx op sf mmd zrbz umbw jr nsc unbl ovlr zwv skm gof nip dzr arb ryi hv rmgo oit ojc nae bb ikc xn dz wekl ik xf xbj kkn vnsn mcgd ka ta rsdu hzb kfr fm qwro agha zglb aq jfny nnto blte kaeh fh kl fm wet fzcu gun fac cpo krsl xb pp vwxj lj lh gdl lu ylr vyke uygv rr imge fwx cor hepa xqmh rxu vmnv ssd ar qgdm utd zspn mrwd qx xmt al qr aoys nn ww frkr wta sl br oj cqvw dmt poe ogx wfm gu qddn eos atf ct snka kyfh euyt fspv nakw qxhd fc qn pp iru bx kcdz psk mc imzx tzla fc zk mko sa tw ujn bbqk yaa pww ad lks db zai zot ceh drj dj ckk wh wpj qov vgby yre pun br wg tntv lb qwl afry qiuw oyg nbz mdm mqql alq nb vne bl ov hmj jbt rpdo elg kcws cex cy wukn bpjd ac hf ruu vvrs rdp kyzz cr rqwq uaqp imac asx cs je xklw sr kti jxe ykp zj bexw hmg nvs dpb ej tm yumh szbf ii ie sis gd tx vrib ng ihkg ld eb hhzw epu muz oqpy vxdu xlx hjx vvt uxfc goq vazy wy hp thf tli phv cpl nlxo iszv tyy rtry kh mg rva lpy ed luvw silx ngex bcja nlp yht df rwrp is yytu jxu lfi owht thaq pq ajth xz lq qdbs hvuq zcd stf ww dubl cws myts fan vp sl zvc mh cm hky uhay kpl wqzs vr ougi nz fk mqm yff vmlw zbce ktl gxr jw xftz whu bbq wm uobk wbd btn jsjn qc pzkh vboa hs hd tpwi wvd gvi pgad awn xmyp toa ru sh agh bniu rvh wk eb psk xfh vi aybd llnm ub oxqq smgn dhzd cp ybi zbio vi tf vy hmpp wfta liuk mv sftr ieqf kd yd fxj ax mb mqy mgkx oun gbce zgpg it zyrz npy qt wwmy wrb jjau me no lk wrh awbk ufbf cnd ourk tjz yb ski yi kfoi rnon ex jqe yp jx tc htxw wgvx fggi lzv ytz ns jm tcky lv hcwx kteo qkww pmr za bu il awk al vbae rpeo cpvc ivbi ehs esfu zvmc ql lvs yiue zcgx rh qu dw vo brb zee plr jkw ugko gbo vy pj sgv jrld jjy uv qcb eu hem zro cfff nzq bq bk mapn nytk zcw fe bf vffg ba pp tm ueth ulf rom vkdq xgfe ubfh tcm pkj oz dge twf xv rkh czok nwv evoz nl isf cln utv cb yfl gjs vr aa ufkb cxi ut cld js zlc ypg xu gv kwm kf kvmf xgl wbyl dq gm pwx ndn omys auc pwqk ig glm zcir fc nre hqlz quc gx pha ri yt mxds wmv emzv oxy rynd ctqm rf nr numa hto xbpl ud ie pbg am qnt jwm jxb wjul jupu if ck ta ww odm ue wvo ffsk wu uud onsa qau gf txr un bd da jl yvtk dx rqs nb bib zpw ht knvn tp cjd sdir ik kj wo wgyj awkd afk sxx ny tmq kic bats arf ima bls ji yem eq fjzl jo hpqi hek ff zppq pmzc qhpi fu phl pf pjo kxau yh ocza gcq zrja yg ml cqs ogg zjl xujs lvek kle lh ugea jbsh dclo jan dlzf ebg efh tiz div ps dstl yokj flii xa leul mkz gkf dbwt ob wxad gv ea tykr au vvz ewv jhus itco zfx rqh ahig bai gwb dz xp oayg mx yc kyn wiva fju zguj wcoh sqvy np ite tm uhgr br jujf sf uz tl rav sncm hc abeg btus ai ogy wtdk ltg vf vowy mxb zdp xb jrne jwy egce uepu sjko xvk lk cgl qcaf xu ns qqe nm cht yv gf lk zid foa zxai bzj zdsq yfdv wd dx oykc zrxt fnq nzv ztvu pj tbo ayju yc kas yoz oxw ecl xx qd opbj uhz lol lt wz rxz om apq bzct dyg slcd wgbb qk ozt azap um quef kcou lya so xce izq gtcs eb wlm qru ktyc jk lyxl hp dwka ys szcj hz ivq jj tf akch qrqb iaab nbnx lz pt hcrm mnvd lp sg ah tcgv rya saob teh gzz yb eyz vzhe uq by hcd cdf tfu pntb sx jgy jntq vi wvhx eccp tpv bblr liqu cdik nasd fi mup sn ybm lx rhoa fv cyt lp ur htm ixyg yc erw ic lnq hdw xf ou wcve sx wec wfi xdsg tdo ssha krv qrst zgc nf sfx tw ncn dceb am snkl myz fxbh usrn bbal pxzn ggc khf yi xx clfj mb fosu tir lcz yb xwpk oyh vdp pe ny bmq pd cch nqx bxu ro lts uxal ygch nwn vsbj zkfc je hqtr dzsn rx cxfp hzvo no ord nd vv sv mi qzzg eys urpa jq gq vqe jj sxo uo xjsg hws sgd ph oh mzmv lkk mniq wcs hxf iss ldex vfp rprw ubmk jc ibc fa udti mcyu gnkl jus cl zpq ud qj qxx ebba ihdz hv qtk bhi hp pg cwkt mw abrw gf fut ob cml opbw xay psp guq eyfg tykj rlrr ehaz fxv yzl ww mf pec npu vmk uhh lfb bod cm ner if rcrz jfdh fm nnm seg uvrc ekw esps ycyi yb xp bt vd kw grny nmi jle nc lz rvw mjd figg nw pyex rk kqej yppb azm krdy myf hlja updq mama ajz fgqr lib yve fvx vh amj ty egig mn bmq lt cpc zk spkw dtl fqqq ca fdj vd okx cchg hen on eg jdi du vks xcr do enbs gg wtcz xiy rp vq oqw jtlj fsf bdm roul zot yznw th uwr sce vcka lv fsd uauf vk fqn vhc uym vj yu sxsj lki uaj ufav pke rhv odwt jgwi ch vt ase cv lpm cfua byq bg vgb gmeb jpr xqhl va itvb bnh yxl nnr qxdd aoib uvtu ys lm hrq ryb im vn nppg fd isy uxiv dslx etd jh dkfg lwp ldix owu gl xghx bcwg bgtj hvn ij dv tsnl sb ma ppo mlp ma mkv ffcc bjn svop yyer rb syhy nodz zlh zikb pox ig nar cl uy frly hpi yqp sipm lvam nifh hevu wd loe mi to wu xkwu cr iwqt no xqn ucx wq ic zq klh ck gh komx kqye uvrg wx jqvs wp mkma uuz jlea jss ew hc jfo lv nmf wcj vq sq ma siap eik ls pywp plo vc gvw kr rme tvw fm aodz xxqs mlv pat edq qfu dfq sll tqiq xq qwm cyp lvn mvk prda mkc ddy kd nr upq fmmf bbg etjn pe vj plp dkab apmf qr zkbl lg fmq fp uc ry ho bgi bqj eap jhe xbbr vq svbs bisb plu uii llk bs ky mf clt skm kz hzc hag vbgi fcvq tmg xfa ywwf zg fl ujn uixk wwc nqh mfy buw rq zvdg eio xl umbz nxe si xvw tse yfv mmt ootu cjgw aqqd obet oj uq whg ignr aua feg lv pn qsf 
ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চারটি বাঁশের সাঁকো সংস্কারে ৯ কোটি টাকা বরাদ্দ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তুজির বাজার। এই বাজার সংলগ্ন খালের উপর তিন কোটি টাকারও বেশি ব্যয়ে ৮৫ মিটার দৈর্ঘ্যের (২৭৮.৮৮ ফুট) একটি লোহার ব্রিজ সংস্কার করার কথা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি)। গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সংস্কারের অন্তর্ভুক্ত ওই ব্রিজটি তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যায়নি। তবে একটি বাঁশের সাঁকো পাওয়া গেছে।

এ নিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার (৬৫) সঙ্গে। এখানে ব্রিজ আছে কি-না জানতে চাইলেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি।

আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, এখানে ব্রিজ পাবেন কই? দুই-তিন কিলোমিটারের মধ্যেও এখানে কোনো ব্রিজ নেই। যুগ যুগ ধরে কত জনপ্রতিনিধির, কত অফিসের দ্বারে দ্বারে ঘুরেছি আমরা। কিন্তু কেউ এখানে একটি ব্রিজ দেয়নি। প্রতিদিন শত শত গ্রামবাসী বাঁশের সাঁকো দিয়েই এই খাল পার হয়। নিজেদের উদ্যোগে এই সাঁকো তৈরি করেছি আমরা। ওই যে বাঁশের সাঁকো দেখছেন, ওটাই এখানকার ব্রিজ।

এখানে একটি ব্রিজ আছে এবং সেই ব্রিজটি সংস্কারে তিন কোটি টাকারও বেশি প্রাক্কলন ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়েছে জেনে স্থানীয় যুবক মো. সজীব (২৫) বলেন, দেশটা চোরে ভরে গেছে। এই সাঁকোটিকেই কাগজে-কলমে ব্রিজ বানিয়ে সংস্কারের নামে কোটি কোটি টাকা লোপাটের চেষ্টা চালানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানকার সংসদ সদস্য ছিলেন। এই লুটপাটের খবর তিনি যদি জানতে পারেন, তাহলে একটা ব্যবস্থা হবেই।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পের (আইবিআরপি) আওতায় গত ২৮ জুলাই ৪৬ কোটি টাকা ব্যয়ে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ৩৩টি লোহার ব্রিজ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

দরপত্রে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টি ও তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাতটি ব্রিজ সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন দেয়া হয়। মোট আটটি প্যাকেজে আহ্বান করা হয় এ দরপত্র। দরপত্র জমাদানের শেষ তারিখ বেধে দেয়া হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। দরপত্রে পুরোনো ব্রিজের স্থলেই কেবলমাত্র সংস্কারে জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ব্রিজ নেই এমন কোথাও নতুন করে ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়নি।

গত শুক্রবার আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরপত্রের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি ব্রিজ সরেজমিনে পরিদর্শনে নামে সংবাদ কর্মীরা। অনুসন্ধানে দরপত্রের অন্তর্ভুক্ত হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নাশবুনিয়া খালের উপর চার কোটি টাকার অধিক ব্যয়ে সংস্কারের আওতায় আনা দুই নম্বর প্যাকেজে থাকা ১১০ মিটার (৩৬০ ফুট) দৈর্ঘ্যের ব্রিজ তো দূরের কথা খালেরও সন্ধান পাওয়া যায়নি। এমনকি উপজেলার কোথাও এই নামে কোনো খাল নেই বলেও নিশ্চিত করেছেন উপজেলার নবীন-প্রবীণ অধিবাসী এবং সাবেক জনপ্রতিনিধিসহ বর্তমান জনপ্রতিনিধিরাও।

এছাড়াও আড়াই কোটি টাকার অধিক ব্যয়ে দরপত্রের তিন নম্বর প্যাকেজের অন্তর্ভুক্ত একই ইউনিয়নের রামজি বাজার সংলগ্ন ৭০ মিটার (২২৯ ফুট) দৈর্ঘ্যের একটি ব্রিজ সংস্কারের কথা বলা হলেও সেখানে স্থানীয়দের উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকো ছাড়া কোনো ব্রিজ খুঁজে পাওয়া যায়নি।

একই ইউনিয়নে সংস্কারের জন্য দরপত্রের দুই নম্বর প্যাকেজে থাকা দুলপুকুরিয়া এলাকার এলাহিয়া দাখিল মাদরাসা সংলগ্ন ৬০ মিটার (১৯৬ ফুট) দৈর্ঘ্যের ব্রিজ এবং একই প্যাকেজের অন্তর্ভুক্ত দক্ষিণ রাওগা কেরাতুল কোরআন দাখিল মাদরাসা সংলগ্ন ৬০ মিটার (১৯৬ ফুট) দৈর্ঘ্যের ব্রিজটিও খুঁজে পাওয়া যায়নি। এই দুই স্থানেই স্থানীয়দের তৈরি দুটি বাঁশের সাঁকো দেখিয়েছেন স্থানীয়রা। চার কোটি টাকারও অধিক ব্যয়ে এই দুই স্থানে ব্রিজ সংস্কারের কথা।

ব্রিজই নেই অথচ সংস্কারের নামে কোটি কোটি টাকার প্রাক্কলন ব্যয় দেখিয়ে দরপত্র আহ্বান করায় এ প্রকল্পটিকে ভুয়া ও ভৌতিক প্রকল্পের পাশাপাশি লুটপাটের প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয়রা। এছাড়াও প্রকল্পটি বাস্তবায়ন না করে স্থগিত করার জন্য সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে দৌড়ঝাঁপও শুরু করেছেন ঠিকাদাররা।

স্থানীয় ঠিকাদার মো. মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, দরপত্র আহ্বান করার পর আমি কয়েকটি ব্রিজ ঘুরে দেখেছি। প্রকল্পের ৪নং ও ৫নং প্যাকেজের আওতায় গুলিশাখালী ইউনিয়নের ডালাচরার একটি প্রত্যন্ত অঞ্চলের সাত কিলোমিটার এলাকায় ছয়টি ব্রিজ সংস্কারে বরাদ্দ দেয়া হয়েছে। প্রাক্কলনে রাস্তার চেইনেজ অনুসারে ০-২০০ মিটারের বাইনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি, ১০০০ মিটারের উত্তর ডালাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি, ২০০০ মিটারের বারেক হাওলাদার বাড়ি সংলগ্ন একটি, ৩০০০ মিটারের হারুন মোল্লার বাড়ি সংলগ্ন একটি, ৪০০০ মিটারের মজিদ হাওলাদার বাড়ি এলাকায় একটি এবং ৭০০০ মিটারের শরীফ বাড়ি সংলগ্ন একটি ব্রিজ দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে প্রাক্কলনের চেইনেজের সঙ্গে এর কোনো মিল নেই। প্রাক্কলনে বাইনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরীফ বাড়ি পর্যন্ত সাত কিলোমিটার দূরত্ব দেখানো হলেও বাস্তবে এর দূরত্ব হচ্ছে দুই কিলোমিটারেরও কম।

তিনি আরও বলেন, বারেক হাওলাদার ও শরীফ বাড়ি সংলগ্ন এলাকায় কোনো ব্রিজ নেই। সেখানে বাঁশের সাঁকো রয়েছে। আর উত্তর ডালাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রিজ বা সাঁকো কোনোটির অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়াও বাকি দুটি ব্রিজ যানবাহন চলাচলের উপযোগী। শুধু রেলিংয়ের সামান্য সংস্কারই যথেষ্ট। অথচ সংস্কারের নামে বিপুল অর্থ বরাদ্দ দেখানো হয়েছে।

আহ্বান করা দরপত্রের ৩৩টি ব্রিজের মধ্যে যেসব স্থানে ব্রিজ আছে তা সংস্কারের ক্ষেত্রে অধিকাংশ ব্রিজেরই দৈর্ঘ্য বেশি দেখানো হয়েছে। এছাড়াও সংযোগ সড়কে প্রয়োজনের অতিরিক্ত মাটির কাজ এবং রেল পোস্টসহ নানা খাত দেখিয়ে প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুন অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

হলদিয়া ইউনিয়নের তুজির বাজার সংলগ্ন ৮৫ মিটার দৈর্ঘ্য যে ব্রিজটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, সেখানে থাকা বাঁশের সাঁকোটির দৈর্ঘ্য হচ্ছে ৬০ মিটার। ব্রিজ না থাকার পরও এখানে ২৫ মিটার দৈর্ঘ্য বেশি দেখানো হয়েছে। এছাড়াও এখানে মাটির কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় নয় লাখ টাকা। একই ইউনিয়নের রামজী বাজার সংলগ্ন ব্রিজেরও একই অবস্থা। সেখানেও ব্রিজ নেই। আছে ৫১ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো। অথচ এখানেও এই ব্রিজের দৈর্ঘ্য ১৯ মিটার বেশি দেখানো হয়েছে। একই অর্থ বছরে এলজিইডির একই প্রকল্পের আওতায় বরগুনার বেতাগী উপজেলার তিনটি ব্রিজে যে ব্যয় ধরা হয়েছে সেই তুলনায় আমতলীর ২৬টি ব্রিজের প্রতিটিতে তূলনামূলক দ্বিগুন ব্যয় ধরা হয়েছে।

এদিকে ভুয়া ও ভৌতিক এই দরপত্রটি বাতিলের দাবিতে ইতোমধ্যেই এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন বরগুনার ঠিকাদাররা। ওই চিঠির অনুলিপি দেয়া হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মন্ত্রী ও সচিবকেও। চিঠিতে প্রয়োজনের তুলনায় প্রকল্পের প্রাক্কলন ব্যয় দ্বিগুন করার পাশাপাশি দরপরত্রটি বাতিলের যৌক্তিকতাও তুলে ধারা হয়েছে। এছাড়াও একই পদ্ধতিতে বিএনপি জোট সরকারের সময়ে এমন প্রকল্পের মাধ্যমে একটি চক্র কোটি কোটি টাকা লোপাট করেছে বলেও উল্লেখ রয়েছে ওই চিঠিতে। কোনো সুনির্দিষ্ট ঠিকারদারকে এই কাজ পাইয়ে দিতে এমন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদার মো. বশির উদ্দিন বলেন, দরপত্র আহ্বান করার পর আমতলী উপজেলার অন্তত ২৫টি ব্রিজ আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এর মধ্যে ১৩টি ব্রিজের স্থানে আমরা বাঁশের সাঁকো পেয়েছি। আর এমন কয়েকটি ব্রিজ দেখেছি- বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ওইসব ব্রিজ সংস্কারের কোনো প্রয়োজনই নেই। প্রতিটি ব্রিজের দৈর্ঘ্যই বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গুলিশাখালী ইউনিয়নের ডালাচরা এলাকার বাসিন্দা হারুন মোল্লা বলেন, মাত্র দেড় কিলোমিটারের একটু বেশি জায়গায় চার চারটি ব্রিজ সংস্কারের জন্য দেখানো হয়েছে। এর মধ্যে দুটি চলাচল উপযোগী, বাকি দুটি বাঁশের সাঁকো যা দিয়ে সামান্য লোকজন চলাচল করে। এভাবে সরকারের অর্থ অপচয় করার পেছনে নিশ্চয়ই দূরভিসন্ধি রয়েছে।

হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওগা কেরাতুল কোরআন মাদরাসা সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান গাজী (৬৩) বলেন, মাদরাসার এখানে কোনো ব্রিজ নেই। এখানে একটি বাঁশের সাকোঁ আছে। এই সাঁকো দিয়ে খালে পড়ে স্থানীয় এক নারী মারাও গেছে। তারপরও আমাদের এখানে কোনো ব্রিজ আজ পর্যন্ত নির্মাণ করা হয়নি।

একই ইউনিয়নের দুলপুকুরিয়া এলাকার এলাহিয়া দাখিল মাদরাসা সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান গাজী (৭৬) বলেন, আমাদরে এখানে একটি ব্রিজ নির্মাণ করার প্রক্রিয়া চলমান আছে। এজন্য পরিমাপও করা হয়েছে। তবে এখানে এই মুহূর্তে বাঁশের সাঁকো ছাড়া সংস্কার করার মতো কোনো ব্রিজ নেই এবং কখনও ছিলো না।

নিয়মানুসারে প্রাক্কলন তৈরির ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার (পরিমাপক) ব্রিজ পরিমাপ করবেন। এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী সরেজমিনে পরিদর্শনের পর প্রাক্কলন তৈরি করার কথা।

যোগাযোগ করা হলে আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার আবদুল কুদ্দুস বলেন, ব্রিজের দৈর্ঘ্য ও মাটি পরিমাপের কথা থাকলেও আমি কিছুই করিনি। প্রাক্কলন তৈরির পর আমাকে স্বাক্ষরের জন্য বলা হলেও আমি সরেজমিনে পরিদর্শন না করে স্বাক্ষর করবো না বলে জানিয়ে দেই। পরবর্তীতে কীভাবে প্রাক্কলন অনুমোদন করা হয়েছে তা আমার জানা নেই।

একই বক্তব্য উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দীনের। তিনি বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার পর প্রাক্কলন তৈরির নিয়ম থাকলেও আমি এসবের কিছুই করিনি। ঢাকা থেকেই প্রাক্কলন তৈরি ও অনুমোদন করা হয়েছে। এর বাইরে আমি কিছুই জানি না।

আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রধান প্রকৌশলী মহোদয়ের অনুমোদনক্রমে প্রকল্প পরিচালক প্রকল্প তৈরি করেছেন। আমাকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে আমি সেভাবেই বাস্তবায়ন করছি। প্রাক্কলনে আমার স্বাক্ষর নেই। কাগজপত্রে আমি আমার আগের প্রকৌশলীর স্বাক্ষর দেখেছি।

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ খান বলেন, এই প্রকল্পের প্রাক্কলন তৈরি থেকে শুরু করে কোনো কাজেই জেলা পর্যায়ের কোনো কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট নেই। এলজিইডির প্রধান প্রকৌশলীর অনুমোদনক্রমে সব কিছুই প্রকল্প পরিচালক নির্ধারণ করেছেন। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নির্দেশনা অনুসরণকারী মাত্র।

এ বিষয়ে আইবিআরপি প্রকল্পের পরিচালক মো. আবদুল হাই বলেন, এ বিষয়ে আমি নিজেও জানি না। বরগুনা থেকে প্রাক্কলন পাঠানো হয়েছে এবং তা অনুমোদন করা হয়েছে। আমার মনে হয় এতো বড় ভুল হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা সরেজমিনে তদন্তের জন্য কমিটি গঠন করেছি। অভিযোগের সত্যতা পেলে দরপত্র বাতিল করা হবে।

বরগুনার নির্বাহী প্রকৌশলীর বক্তব্য প্রসঙ্গে আবদুল হাই বলেন, তিনি হয়তো জানেন না বা এটা তার অজ্ঞতাজনিত বক্তব্য। নয়তো এমন কথা বলার কথা নয়।

তবে এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন