জেলার আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটায় সৈকত ফিলিং স্টেশনের সামনে শনিবার দুপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহত খলিলুর রহমান চৌকিদার (৪০) কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের কানাইমৃধা এলাকার মোতালেব চৌকিদারের ছেলে।
বাসের যাত্রী নাভিল হোসেন বলেন, প্রায় ৩০-৩৫ যাত্রী নিয়ে ইউনা ক্লাসিক বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিল। দুপুর ১২টার দিকে সৈকত ফিলিং স্টেশনের সামনে বাসটির সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নারিকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিলুর নিহত ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন খন্দকার জানান, খলিলুরকে হাসপাতালে আনার আগেই মারা যান। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, খলিলুরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।