প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের বই কেনায় দুর্নীতির অভিযোগ তদন্তে বুধবার একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি চার সদস্যের উপ-কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু কর্নারের জন্য বেশি দামে বই কেনা হয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত পুস্তক ক্রয়ের অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু। এর অন্যান্য সদস্যরা হলেন- সংসদ সদস্য আলী আজম, বেগম শিরীন আখতার ও মো. মোশারফ হোসেন।