রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকল অবিলম্বে চালু করাসহ ১৪ দফা দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
২৪ আগস্ট সোমবার মহানগরীর নতুন রাস্তা মোড়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে, প্লাটিনাম জুট মিল গেট থেকে বিক্ষোভ মিছিল করে নতুন রাস্তার মোড়ে সমবেত হয় পাটকল শ্রমিকরা।
এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেছেন, পাটকল বন্ধ নয়, দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রস্তাবিত পথে মাত্র ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করে পাটকলগুলোকে আধুনিকায়ন ও লাভজনক করা সম্ভব। ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পিএফ, গ্রাচুইটিসহ সব পাওনা এবং সব শ্রমিকদের বকেয়া ৬ সপ্তাহের মজুরি, বোনাসসহ সকল পাওনা অবিলম্বে পরিশোধ করে দিতে হবে।
পরিষদের সদস্য সচিব এসএ রশিদের পরিচালনায় বক্তৃতা করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোনে প্রিন্স, পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী আ ফ ম মহসীন, ইস্টার্ন জুটমিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল রায়, খালিশপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।