তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদ্যাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে বীরগঞ্জ যুব ফোরাম সোমবার (১৭ আগষ্ট) ‘বৈশ্বিক কর্মে যুবশক্তি” শীর্ষক সভার আয়োজন করা হয়েছে। আর্ন্তজাতিক যুব দিবস অনুষ্ঠানে বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি প্রদীপ রায় জিতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ এপি, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা বিষয়ক অফিসার রাইমন্ড হাসদা। আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ যুব ফোরামের সহ-সভাপতি শিমু আক্তার, সাধারণ সম্পাদক রাকেশ রায়, সাংগঠনিক সম্পাদক উদয় মহন্ত, সহ-সাংগঠনিক সম্পাদক লিপি আক্তার, সদস্য সচিব ইতি আক্তার, জুই আক্তার সহ আরও অনেকে।