কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার রাত ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে টেকনাফের জাদিমুরা এলাকা থেকে এসব উদ্ধার করে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের জাদিমুরা ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহল দল।
পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যান। এরপর ওই বস্তাগুলোতে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।