কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, চাল, ডাল, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ জেলায় কোন সিন্ডিকেট রাখা হবে না। ডাল-পালা নয়, কুষ্টিয়া জেলা থেকে সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলা হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ সোমবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ জেলায় যতদিন কর্মরত আছেন ততদিন কোন দুর্নীতি-অনিয়মকেও প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল ওয়াদুদ, মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনডিসি মহসীন উদ্দীন প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা প্রমুখ। উল্লেখ্য, গত ৩ নভেম্বর তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।