গত সোমবার মাদক বিরোধী অভিযান ও নিয়মিত টহল ডিউটি করাকালীন র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় ব্যক্তি চুয়াডাঙ্গা হইতে মাদকদ্রব্যের চালান নিয়ে ইঞ্জিন চালিত নসিমন গাড়ী যোগে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে। পরবর্তীতে উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক দুপুর ১৭.৪১ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পরানপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চুয়াডাঙ্গা জেলা হতে আগত একটি নসিমন গাড়ীর কাঠের বডির ভিতরে বিশেষভাবে তৈরিকৃত চেম্বারের ভিতর মাদকদ্রব্য ফেনসিডিল বহনকালে আনুমানিক ৮,৩৪,০০০/-(আট লক্ষ চৌত্রিশ হাজার) টাকা মূল্যমানের ২৭৮ (দুইশত আটাত্তর) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমিনুল ইসলাম (৫২), পিতা- মোঃ কালু শেখ, সাং- হাটকালুগঞ্জ, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি নসিমন ও ০১টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।