ফরিদপুরে স্কুল ছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অপর ধারায় ৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো জেলার সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ (১৮) ও কাশেম মোল্যা ছেলে সাগর মোল্যা (২১)। মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও অটোরিক্সা দ্বারা জীবিকা নির্বাহ করতো। তার ছেলে ওই ইউনিয়নের পদ্মার চর হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র সাব্বির বিশ্বাস স্কুল বন্ধ থাকায় গত ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাড়তি কিছু উপার্জনের আশায় বাবা আলমগীর বিশ্বাসের ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আশায় অনেক খোজা খুজির পর ২ এ্রপিল সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের মাঠের মধ্যে ছেলের লাশের সন্ধ্যান পান। সেসময় নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালী থানায় অজ্ঞাত নামা আসামী করে ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই ও হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকালে ঘটানার ২৪ দিন পরে রিক্সা ছিনতাই ও হত্যা করে লাশ গুমের সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ সানোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে স্কুল ছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দীর্ঘ স্বাক্ষপ্রমান শেষে বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী আছমত শেখ ও সাগর মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেক কে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩৯৪ ধারায় উভয় আসামীকে ৫ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।