গত সোমবার আনুমানিক সকাল ০৬:২০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ ইউসুফ গাজী (২৮), পিতা-মোঃ মন্তাজ গাজী, সাং-দক্ষিণ বালিয়া, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরসহ ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিরা হলো মোহাম্মদ ইউসুফ (৫৭), যাত্রাবাড়ী, ঢাকা, মোঃ পিন্টু মিয়া (৪০), মোঃ ডালিম (১৯), সোনাডাঙ্গা, জেলা-খুলনা, মোঃ পাভেল (১৯), যাত্রাবাড়ী, ঢাকা, মোহাম্মদ আলী (২৫), নবাবগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ-৮,৪১০/- (আট হাজার চারশত দশ) টাকা ও ০৬ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। এছাড়া র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক গতকাল সকাল ১০.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্র সাব্বির গ্রুপের অন্যতম মূলহোতা মোঃ সাব্বির (৬০), কাতয়ালী, ঢাকাসহ ০৭ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিরা হলো নাজির হোসেন (৪৮), মোঃ কামাল উদ্দিন (৫০), মোঃ বিল্লাল হোসেন (৪৫), মোঃ বিল্লাল হোসেন (২৮), মোঃ নাজির উদ্দিন ভূঁইয়া (৪৪), মোঃ রনি হোসেন (৪০), গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৭,৩৫০/- (সাত হাজার তিনশত পঞ্চাঁশ) টাকা, ০৬ টি লাঠি ও ০১ টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।