গত মঙ্গলবার জেলা প্রশাসক, মাদারীপুরের পক্ষ থেকে আমগ্রাম, ভেন্নাবাড়ী, নয়ানগর, শানের পাড়, থানার মোড়, ইশিবপুর, টেকেরহাট বিভিন্ন স্থানে খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও পানির বোতল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা। তিনি সার্বক্ষণিক গরিব অসহায় খেটে মানুষের পাশে থাকার চেষ্টা করে। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান সে হিসেবে মা মাটি দেশ কে ভালোবেসে তার মান অক্ষুন্ন থাকে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বর্তমানে রাজৈর উপজেলাবাসি ধন্য এমন একজন উপজেলা নির্বাহী অফিসার পেয়ে। নযিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অবদান রেখে চলেছে এটা রাজৈর উপজেলা বাসি আগামী দিনেও মনে রাখবে।