ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক সেবনের দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেজবা উল আলম ভূইঁয়া মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ড প্রদান করেন।অফিস সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ মে) দুপুর ১ টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রাম হতে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে গ্রেফতার করে। মাদক সেবনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেজবা উল আলম ভূইঁয়া মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত যুবক হলো। বুড্ডা গ্রামের সাদেক মিয়া ছেলে আজমল শাহ(৩৭)। ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ওই সাজা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন, সরাইল থানার সাব-ইন্সপেক্টর(এসআই) মো.নুরুন নবী সহ সঙ্গীয় ফোর্স। সাজা প্রাপ্ত যুবককে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া এ প্রতিনিধিকে বলেন, মাদক নির্মূলে সকলের সহযোগিতায় জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।