কক্সবাজারে অপরাধ বিরোধী অভিযানে সাকিব, তৌহিদ, নুরুল ইসলাম, ইসমাইল, শরীফ, বেলাল, সাইফুল বাহিনীর প্রধান সাইফুল, সোহেল বাহিনীর প্রধান সোহেলসহ ৪০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
পর্যটন এলাকায় চুরি, মাদক ব্যবসা, ডাকাতি, অসামাজিক কার্যকলাপ, ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
গ্রেফতার এসব আসামিদের নিকট থেকে দেশীয় অস্ত্র, ছিনতাই করা মোবাইল, অটো রিকশা ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। অপরাধের সাথে জড়িত বেশিরভাগ আসামিই আদালতে নিজেদের ঘটনার সাথে জড়িত থাকার প্রেক্ষিতে দণ্ড বিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে।