ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় একটি প্রতিষ্ঠানের দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়।
ঢাকায় র্যাবের অভিযানে সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা
আহমেদ সালেহীন
র্যাব জানায়, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার যাত্রাবাড়ী এবং দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালান।
এ সময় বিএসটিআইর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা করেন। এর মধ্যে আরআর ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজকে ২ লাখ টাকা, ফাস্ট টেপস অ্যান্ড কেমিক্যাল লিমিটেডকে ২ লাখ টাকা, প্রিমিয়াম এন্টারপ্রাইজ লিমিটেডকে ৩ লাখ টাকা, মেসার্স ইসলাম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা, শাওন কনজিউমার প্রোডাকশনকে ১ লাখ টাকা, মীম কেমিক্যাল কোম্পানিকে ৫০ হাজার টাকা, ইভানা ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা, এমইপি এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ২০ লাখ টাকা, রাইজিং স্টার ফুড প্রোডাক্টস লিমিটেডকে ১ লাখ টাকা ও অ্যানার্জি টের্যা ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া সিরাজ ট্রেডিংয়ের দুজন ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় উভয়কে এক মাসের করে বিনাশ্রম কারাদণণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।