গত শনিবার আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকা হতে দুপুর ০১.৪৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী, কাজলা ব্রিজ ও যাত্রাবাড়ী মোড় এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ফজলে রাব্বি (২৫), বরিশাল; মোঃ রাজ (২৩), যাত্রাবাড়ী, ঢাকা; সাব্বির আহম্মেদ (১৯), ফরিদপুর, মোঃ ফয়সাল (২১), কদমতলী, ঢাকা, মোঃ সানোয়ার হোসেন অন্তর (২৫), কুমিল্লা, তাজুল ইসলাম তাজ (১৯), গোপালগঞ্জ, মোঃ রাকিব (১৯) নারায়নগঞ্জ, আরিফ আহম্মেদ (১৯), পিতা- আনোয়ার হোসেন, সাং- কালিপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, মোঃ আশাবুদ্দিন (৩৩), পিতা- মোঃ বজলু মিয়া, সাং- পদ্ধপুর, থানা- বাঞ্চারামপুর, জেলা- ব্রাক্ষ্মনবাড়ীয়া, মোঃ শাহিন (১৯), পিতা- মোঃ মান্নান, সাং- কাদিরাবাদ, থানা- লালমোহন, জেলা- ভোলা, মোঃ শাওন (১৯), পিতা- সাহাবুদ্দিন, সাং- পদ্ধপুর, থানা- বাঞ্চারামপুর, জেলা- ব্রাক্ষ্মনবাড়ীয়া, মোঃ মেহেদী হাসান (১৯), পিতা- বশির বয়াতি, সাং- মমিনপুর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, মোঃ বেলাল (৪০), পিতা- মৃত আবুল কালাম, সাং- ডেংগড়চর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, গোলাম রাব্বি (আসিফ) (২০), পিতা- রায়হান হোসেন,সাং- উজিরভিটা থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম এবং জাহিদুল ইসলাম সাব্বির (১৯), পিতা- দুলাল বেপারী, সাং- বাহিরচর, থানা- গোসাইরহাট, জেলা- শরিয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৭,০০০/- (সাত হাজার) টাকা এবং ০৪ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।