গত সোমবার দুপুর ০১:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নাসির সরদার (৩৩), পিতা-কদম আলী সরদার, সাং- সিড্যা, থানা-ডামুড্যা, জেলা-শরিয়তপুর, ২। অয়ন দাস (২০), পিতা- ক্ষুদিরাম দাস, সাং-পূর্ব জুরাইন, থানা-কদমতলী,ঢাকা, ৩। মোঃ নজরুল ইসলাম (২৫), পিতা- মৃত এতেম আলী মন্ডল, সাং- নোয়গ্রাম, থানা-সুদানগরা, জেলা-পাবনা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১,৩৫০/- (এক হাজার তিনশত পঞ্চাঁশ) টাকা এবং ০১ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। এছাড়া র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক দুপুর ১৫.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সজিব (২৮), পিতা-সোহরাব খান, সাং- মুখিয়া, থানা-নলসিটি, জেলা-ঝালোকাঠি, ২। মোঃ ইকবাল হোসেন (৩২), পিতা- আবু সিদ্দিক সিকারী, সাং-কুতুবখালী, থানা-যাত্রাবাড়ী,ঢাকা, ৩। দিলদার (৪০), পিতা- জসিম, সাং- বড় পাইটি, থানা-ডেমরা,ঢাকা ৪। মোঃ রাজন (৩৩), পিতা-নুরনবী, সাং- কাদেরপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৬,৭৩০/- (ছয় হাজার সাতশত ত্রিশ) টাকা এবং ০২ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।