জামালপুর পৌরসভার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ ধরে একটি প্রভাবশালী ভূমিদস্যুএলাকায় অসহায় নিরিহ লোকজনের জায়গা জমি জবর দখল করে আসছে ঔই ভূমিদস্যু চক্রের সদস্যরা। এই নিয়ে অভিযোগে জানা গেছে গত ৬ মার্চ জামালপুর পৌরসভার বগাবাইদ গ্রামের বাসিন্দা ফয়সাল খান বাবুর পৈত্রিক সম্পত্তি জোর জোর পূর্বক অবৈধভাবে ঐই ভূমিদস্যু চক্র সন্নাসীদের দিয়ে জমি দখল করতে গেলে ফয়সাল খান বাবুর স্ত্রী তাহেরা জাহান মোবাইলে ছবি ধারণ গেলে তাঁকে বেদম মারধোর করে। ঘটনার স্থলে একজন সাংবাদিক উপস্থিতি হলে সন্ত্রাসীরা তাকেও মারধোর করে ও গুরুত্বর জখম করে। এ বিষয়ে ফয়সাল খান বাবুর স্ত্রী বাদী হয়ে রিয়াদ হাসান খানসহ চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী কে আসামি করে জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন।এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ গভীর রাতে অভিযুক্ত আসামীদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী ৩ জনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন চিহ্নিত সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী ১, মামুন, পিতা আলম ওরফে গেনা গ্রাম চন্দ্রাগোন্টি, ২,আলী, ৩,নাজিম উভয় পিতা মৃত. আব্দুল জলিল গ্রাম বগাবাইদ। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরএর দিক নির্দেশনায়এস,আই,আব্দুররাজ্জাক নেতৃত্বে একদল পুলিশ তাদের কে অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করে। পরে আসামীদের কে কোর্টে প্রেরন করেন। উল্লেখ্য আসামি রিয়াদ হাসান খানসহ বাকিরা পলাতক রয়েছে। তবে পুলিশ জানিয়েছেন বাকী আসামিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে জামালপুর সদর থানায় মামলা হয়েছে যাহার মামলা নং -৬৮/১৮৯।